ঢাক বাজছে কালীঘাটে, কাঁসি ঘণ্টা নিয়ে সমর্থকদের উল্লাস সল্টলেকে

যেমন কথা, তেমন কাজ। রেজাল্ট বেরোতেই ভোটে বিজয়ের বাদ্যি বাজতে শুরু করল রাজ্য জুড়েই। আর শুরুটা হল তৃণমূলের আঁতুড় ঘর থেকেই। বীরভূমের কেষ্ট বাণী কলকাতায়। তৃণমূলের ঝুলিতে ভোটের বৃষ্টি, জোটের আকাশে মেঘ আরও ঘন আরও কালো। কাঁসি ঘণ্টা নিয়ে রাজপথে উল্লাসে মেতেছে গোটা রাজ্য। সল্টলেক থেকে শাসন, তৃণমূলের হৈ হৈ রৈ রৈ।

Updated By: May 19, 2016, 10:54 AM IST
ঢাক বাজছে কালীঘাটে, কাঁসি ঘণ্টা নিয়ে সমর্থকদের উল্লাস সল্টলেকে

ওয়েব ডেস্ক: যেমন কথা, তেমন কাজ। রেজাল্ট বেরোতেই ভোটে বিজয়ের বাদ্যি বাজতে শুরু করল রাজ্য জুড়েই। আর শুরুটা হল তৃণমূলের আঁতুড় ঘর থেকেই। বীরভূমের কেষ্ট বাণী কলকাতায়। তৃণমূলের ঝুলিতে ভোটের বৃষ্টি, জোটের আকাশে মেঘ আরও ঘন আরও কালো। কাঁসি ঘণ্টা নিয়ে রাজপথে উল্লাসে মেতেছে গোটা রাজ্য। সল্টলেক থেকে শাসন, তৃণমূলের হৈ হৈ রৈ রৈ।

ঢাকের আওয়াজে রাজ্য যেন উৎসবে মাতোয়ারা। তবে এই ডাকের বাদ্যি কি 'চড়াম চড়াম' করে বাজবে, তা এখনই বলা যাচ্ছে না।

ডবল সেঞ্চুরি করে ক্ষমতায় আসতে চলছে তৃণমূল, ভোট ব্যালট খোলার সঙ্গে সঙ্গে জয়ের ইঙ্গিত কালীঘাটের দিকে। আলিমুদ্দিন তৈরি হচ্ছে ময়নাতদন্তের জন্য।

 

.