অধ্যাপিকাদের শারীরিক নিগ্রহের অভিযোগ অধ্যক্ষর বিরুদ্ধে

ফের উত্তপ্ত মিল্লি আল আমিন কলেজ। কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ এনেছেন কলেজের দুই অধ্যাপিকা। পাল্টা অভিযোগ করেছেন অধ্যক্ষও। দু পক্ষই বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করেছে। মিল্লি আল আমিন কলেজের পরিচালন সমিতির প্রধান তৃণমূল সাংসদ সুলতান আহমেদ। তাঁর বিরুদ্ধে কিছুদিন আগেই কলেজের অধ্যাপিকাদের নিগ্রহের অভিযোগে সরব হয়েছিলেন কয়েকজন অধ্যাপিকা।

Updated By: Jan 31, 2013, 06:16 PM IST

ফের উত্তপ্ত মিল্লি আল আমিন কলেজ। কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ এনেছেন কলেজের দুই অধ্যাপিকা। পাল্টা অভিযোগ করেছেন অধ্যক্ষও। দু পক্ষই বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করেছে। মিল্লি আল আমিন কলেজের পরিচালন সমিতির প্রধান তৃণমূল সাংসদ সুলতান আহমেদ। তাঁর বিরুদ্ধে কিছুদিন আগেই কলেজের অধ্যাপিকাদের নিগ্রহের অভিযোগে সরব হয়েছিলেন কয়েকজন অধ্যাপিকা।
যার মধ্যে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়, জারিনা খাতুন ও পরভীন কৌর । অভিযোগ সেই ঘটনার পর থেকেই এই তিন অধ্যাপিকার সঙ্গ নানা কারণে দুর্ব্যবহার করা হচ্ছিল। বৃহষ্পতিবার সুলতান আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনা প্ররোচনায় এক অধ্যাপিকার উদ্দেশ্যে অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ। অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাকে বেধড়ক মারধোর করেন বলে অভিযোগ। গোটা ঘটনায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছে তৃণমূল সমর্থিত কলেজ শিক্ষকদের সংগঠন ওয়েবকুপা। 
 
 
তবে সব অভিযোগই অস্বীকার করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ।  তাঁর পাল্টা দাবি, তাঁকেই মারধোর করা হয়েছে। দুপক্ষই ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছে। এদিকে অধ্যক্ষ এবং অধ্যাপিকাদের এই গন্ডগোলের জেরে রীতিমত থমথমে পরিবেশ গোটা কলেজে।  

.