মুখ না খোলার ফতোয়া জারি তৃণমূলে

সুব্রত মুখোপাধ্যায়,সাধন পাণ্ডের পর সুগত বসু। যাদবপুর প্রসঙ্গে একের পর এক নেতার বেফাঁস মন্তব্যে চরম অস্বস্তিতে শাসক শিবির। ড্যামেজ কন্ট্রোলে তড়িঘড়ি বৈঠকে  বসল তৃণমূল কংগ্রেস। জারি হল মুখ না খোলার ফতোয়া।

Updated By: Dec 29, 2014, 10:16 PM IST
মুখ না খোলার ফতোয়া জারি তৃণমূলে

ওয়েব ডেস্ক: সুব্রত মুখোপাধ্যায়,সাধন পাণ্ডের পর সুগত বসু। যাদবপুর প্রসঙ্গে একের পর এক নেতার বেফাঁস মন্তব্যে চরম অস্বস্তিতে শাসক শিবির। ড্যামেজ কন্ট্রোলে তড়িঘড়ি বৈঠকে  বসল তৃণমূল কংগ্রেস। জারি হল মুখ না খোলার ফতোয়া।

প্রসঙ্গ যাদবপুর। চরম অস্বস্তি শাসক শিবিরে।

ড্যামেজ কন্ট্রোলে রবিবারই  মুখ না খোলার  ফতোয়া জারি করেছিলেন দলনেত্রী । আরও একধাপ এগিয়ে সোমবার তৃণমূল ভবনে তড়িঘড়ি ডাকা হয়েছিল কোর কমিটির বৈঠক। বৈঠকের আগে সাধন পাণ্ডেকে আলাদা করে ডেকে রীতিমতো সমঝে দিলেন তৃণমূলের শীর্ষনেতারা। বুঝিয়ে দেওয়া হল কোনওরকম বেফাঁস বিবৃতি মেনে নেবে না দল। সাংবাদিক বৈঠক করে সেকথা জানিয়েও দিলেন পার্থ চট্টোপাধ্যায়।

সাংবাদিক বৈঠক ডেকে যখন দলের নিয়ম শৃঙ্খলা বোঝাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়। তখন আগাগোড়া তাঁর পাশে হাজির সুব্রত মুখোপাধ্যায়। যাদবপুর কাণ্ডে যিনি প্রথম মুখ খুলে দলকে ফেলে দিয়েছিলেন অস্বস্তিতে। বর্ষীয়ান সুব্রত মুখার্জিকে সাংবাদিক সম্মেলনে হাজির করিয়ে কি তাঁকে বিশেষ কোনও বার্তা দিতে চাইল তৃণমূল ? এবার কি কাজ হবে দলীয় ফতোয়ায়? জল্পনা তৃণমূল অন্দরেই।

.