নতুন টার্মিনাল চালু হবে দমদম বিমানবন্দরে

আগামী বছরের জুন মাস থেকেই চালু হয়ে যাবে দমদম বিমানবন্দরের নতুন টার্মিনাল। সোমবার এয়ারপোর্ট অ্যাডভাইসরি কমিটির বৈঠক শেষে একথা জানিয়েছেন কমিটির চেয়ারম্যান ও কেন্দ্রীয় মন্ত্রী সৌগত রায়।

Updated By: Dec 26, 2011, 09:08 PM IST

আগামী বছরের জুন মাস থেকেই চালু হয়ে যাবে দমদম বিমানবন্দরের নতুন টার্মিনাল। সোমবার এয়ারপোর্ট অ্যাডভাইসরি কমিটির বৈঠক শেষে একথা জানিয়েছেন কমিটির চেয়ারম্যান ও কেন্দ্রীয় মন্ত্রী সৌগত রায়। জানা গেছে নতুন টার্মিনালের প্রায় ৮৭ শতাংশ কাজ শেষ। বাকি কাজ ২০১২ মার্চ মাসের মধ্যেই শেষ হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। প্রায় ২ লক্ষ ৩৩ হাজার স্কোয়ার মিটার এলাকার এই নতুন টার্মিনালে ১৮টি এয়ারবেস রয়েছে। রানওয়ের এলাকা ৮০০ বর্গমিটার বাড়ানো হয়েছে। বছরে প্রায় ২ কোটি যাত্রী এই নতুন টার্মিনাল ব্যবহার করবেন বলে জানা গেছে। তবে নতুন টার্মিনালে নিকাশি ব্যবস্থা নিয়ে সমস্যা এখনও মেটেনি। এবিষয়ে কেএমডিএ ও স্থানীয় পুরসভার সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষের আলোচনা চলছে।

.