প্রবল সমালোচনার মুখে দুই প্রিসাইডিং অফিসারকে শোকজের সিদ্ধান্ত কমিশনের

Updated By: Apr 24, 2015, 12:01 AM IST
প্রবল সমালোচনার মুখে দুই প্রিসাইডিং অফিসারকে শোকজের সিদ্ধান্ত কমিশনের

ব্যুরো: প্রবল সমালোচনার মুখে পড়ে শেষপর্যন্ত নড়েচড়ে বসল রাজ্য নির্বাচন কমিশন। কলকাতার ভোটে, মুখে বুথজ্যামের কথা বললেও লিখিত রিপোর্টে  তা উল্লেখ না করায় দুই  প্রিসাইডিং অফিসারকে শোকজ করা হল। জেলাশাসকের কাছেও ফের রিপোর্ট চাইল  কমিশন। অভিযোগ কলকাতার পুর ভোটে সন্ত্রাস রুখতে ব্যবস্থা নিতে ব্যর্থ কমিশন।

বিরোধীদের অভিযোগ ,অবাধে হয়েছে ছাপ্পা ভোট-বুথ দখল।

কত ভোট পড়েছে শহরে।  সেই শতাংশে হিসাব নিয়েও কমিশন বিভ্রান্ত।

রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে যখন একের পর এক অভিযোগ উঠছে , তখনই শেষবেলায় সক্রিয় হল কমিশন।
শোকজ করা হল দুই  প্রিসাইডিং অফিসারকে।

১৫৪ নম্বর ওয়ার্ডের ৩২ নম্বর  বুথে বুথ জ্যামের কথা কমিশনকে জানান সংশ্লিষ্ট  প্রিসাইডিং  অফিসার।

একই অভিযোগ জানান ৬৫ নম্বর ওয়ার্ডের ছাব্বিশ নম্বর বুথের দায়িত্ব প্রাপ্ত  প্রিসাইডিং  অফিসার।

কিন্তু অবজার্ভারকে  দেওয়া রিপোর্টে  বুথ জ্যামের কথা উল্লেখ নেই।

কেন রিপোর্টে নেই বুথ জ্যামের কথা ওই দুই অফিসারের কাছে জানতে চেয়েছে কমিশন।

শনিবারের  মধ্যে সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসকের দেওয়া রিপোর্টেও খুশি নয় কমিশন। বেশ কিছু বিষয়ে নতুন করে রিপোর্ট চেয়েছে কমিশন।  কমিশন জানতে চেয়েছে

১৪২৫টি বুথে  প্রিসাইডিং  অফিসাররা কেন দেরিতে রিপোর্ট পাঠালেন?

২ অবজার্ভার তাদের রিপোর্টে গণ্ডগোলের কথা উল্লেখ করেছিলেন।  জেলাশাসকের রিপোর্টে কেন তার উল্লেখ নেই?

 শুক্রবারের মধ্যে এনিয়ে রিপোর্ট দিতে হবে জেলাশাসককে।

 

.