ধর্মতলায় মেট্রোপলিটন বিল্ডিংয়ের কাপড়ের গুদামে আগুন

ধর্মতলায় মেট্রোপলিটন বিল্ডিংয়ে অগ্নিকাণ্ড। ভবনের কাপড়ের শোরুমের ফলস সিলিংয়ে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে শোরুমের  অন্যত্র। দোকানের শাটার বন্ধ থাকায় আগুন লাগার বিষয়টি পরে জানতে পারেন স্থানীয় বাসিন্দারা। খবর  পেয়ে দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। শাটার ভেঙে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকল কর্মীরা। আপাতত আগুন নিয়ন্ত্রণে এসেছে।

Updated By: Nov 1, 2013, 10:34 AM IST

ধর্মতলায় মেট্রোপলিটন বিল্ডিংয়ে অগ্নিকাণ্ড। ভবনের কাপড়ের শোরুমের ফলস সিলিংয়ে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে শোরুমের  অন্যত্র। দোকানের শাটার বন্ধ থাকায় আগুন লাগার বিষয়টি পরে জানতে পারেন স্থানীয় বাসিন্দারা। খবর  পেয়ে দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। শাটার ভেঙে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকল কর্মীরা। আপাতত আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। কীভাবে আগুন লাগল বন্ধ কাপড়ের শোরুমে তানিয়ে তদন্ত শুরু করেছে দমকল।

.