২০১৭ সালের উচ্চমাধ্যমিকের রুটিন

এই তো উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট হল। আবার উচ্চমাধ্যমিক পরীক্ষা? হ্যাঁ। বছর বছর, আসছে বছর, পরের বছর-পরীক্ষা আর রেজাল্ট-চলছে এবং চলবে। যারা 'প্রাক্তন' তাঁদেরকেও অভিনন্দন আর যারা প্রাক্তনদের সিটে আগামী দিনে বসতে চলেছেন তাঁদেরকে আগাম শুভেচ্ছা। পরীক্ষার রূটিনটা আগে ভাগেই জানিয়ে দেওয়া, প্রস্তুতি হোক সেই বুঝেই। 

Updated By: May 30, 2016, 08:30 PM IST
২০১৭ সালের উচ্চমাধ্যমিকের রুটিন

ওয়েব ডেস্ক: এই তো উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট হল। আবার উচ্চমাধ্যমিক পরীক্ষা? হ্যাঁ। বছর বছর, আসছে বছর, পরের বছর-পরীক্ষা আর রেজাল্ট-চলছে এবং চলবে। যারা 'প্রাক্তন' তাঁদেরকেও অভিনন্দন আর যারা প্রাক্তনদের সিটে আগামী দিনে বসতে চলেছেন তাঁদেরকে আগাম শুভেচ্ছা। পরীক্ষার রূটিনটা আগে ভাগেই জানিয়ে দেওয়া, প্রস্তুতি হোক সেই বুঝেই। 

২০১৭ সালের উচ্চমাধ্যমিকের রুটিন

তারিখ দিন পরীক্ষা
১৫ মার্চ ২০১৭ বুধবার বাংলা (এ), ইংরাজি (এ), হিন্দি (এ), নেপালি (এ), সাওতালি, উড়িয়া, তেলেগু, গুজরাটি, পাঞ্জাবি
১৭ মার্চ ২০১৭  শুক্রবার  ইংরাজি (বি), বাংলা (বি), নেপালি (বি), অল্টারনেটিভ ইংলিশ 
১৮ মার্চ ২০১৭ শনিবার কম্পিউটার সাইন্স, মডার্ন কম্পিউটার অ্যাপলিকেশন, শারীরিক বিজ্ঞান (শরীরবিদ্যা, মিউজিক, ভিসুয়াল আর্টস)
২০ মার্চ ২০১৭  সোমাবার  গণিত,  সাইকোলজি (মনোবিজ্ঞান), অ্যান্থ্রোপলজি (নৃবিদ্যা), অ্যাগ্রোনমি (কৃষি-বিদ্যা), ইতিহাস 
২২ মার্চ ২০১৭ বুধবার  ফিজিক্স (পদার্থবিদ্যা), নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি 
২৪ মার্চ ২০১৭ শুক্রবার  কেমিস্ট্রি (রসায়ন), ইকোনমিক্স, সাংবাদিকতা ও গণজ্ঞাপন, সংস্কৃত, পার্সি, আরবিক, ফ্রেঞ্চ 
২৫ মার্চ ২০১৭  শনিবার  স্ট্যাটিস্টিক, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট
২৭ মার্চ ২০১৭ সোমবার বায়োলজিক্যাল সাইন্স (জৈবিক বিজ্ঞান), বিসনেস স্টাডি, রাষ্ট্রবিজ্ঞান
২৮ মার্চ ২০১৭ মঙ্গলবার বৃত্তিমূলক বিষয়- অটোমোবাইল, অরগানাইসড রিটেইলিং, সিকিউরিটি, T অ্যান্ড I TES   
২৯ মার্চ ২০১৭ বুধবার  কমার্শিয়াল ল (বাণিজ্যিক আইন) অ্যান্ড অডিটিং, দর্শন, সমাজবিদ্যা 

 

.