কাল উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ

রাজ্যের প্রায় সাড়ে আট লক্ষ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারিত হতে চলেছে আগামিকাল। সোমবার সকাল সাড়ে ৯টায় প্রকাশিত হচ্ছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল।  বেলা ১১টা থেকে ওয়েবসাইটে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। ওয়েবসাইটে প্রতি বিষয়ের গ্রেড জানার পাশাপাশি, প্রাপ্ত নম্বরও জানতে পারবেন ছাত্রছাত্রীরা।

Updated By: Jun 2, 2013, 08:25 PM IST

রাজ্যের প্রায় সাড়ে আট লক্ষ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারিত হতে চলেছে আগামিকাল। সোমবার সকাল সাড়ে ৯টায় প্রকাশিত হচ্ছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল।  বেলা ১১টা থেকে ওয়েবসাইটে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। ওয়েবসাইটে প্রতি বিষয়ের গ্রেড জানার পাশাপাশি, প্রাপ্ত নম্বরও জানতে পারবেন ছাত্রছাত্রীরা।
এ বছর উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থী ৭ লক্ষ ৭১ হাজার ৩৬০ জন । লিখিত পরীক্ষা শুরু হয় ১৪ মার্চ এবং শেষ হয় ৭ এপ্রিল। সোমবার সকাল সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল প্রকাশ করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ওয়েবসাইটের মাধ্যমেও বেলা ১১টা থেকে  ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। যেসব ওয়েবসাইটের মাধ্যমে ফল জানা যাবে, সেগুলি হল--
 
www. wbchse.nic.in
www. wbresults.nic.in
www. results. banglarmukh.gov.in
www. indiaresults.com
www. examresults.net
www. calcuttatelephones.com
 
এবছর ওয়েবসাইটে প্রতি বিষয়ের গ্রেড জানার পাশাপাশি, প্রাপ্ত নম্বরও জানতে পারবেন ছাত্রছাত্রীরা। এছাড়াও ওয়েবসাইটে দেওয়া থাকবে পার্সেনটাইল হিসেব। অর্থাত্ একজন ছাত্র বা ছাত্রী জানতে পারবেন, তার প্রাপ্ত নম্বরের থেকে বেশি নম্বর কত ছাত্রছাত্রী পেয়েছেন।
ওয়েবসাইটের পাশপাশি এস এম এসের মাধ্যমেও ফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। সেক্ষেত্রে ডব্লু বি ওয়ান টু লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিয়ে তা পাঠিয়ে দিতে হবে
 
54242
56767999
5676750
56263
 
এছাড়়া এবছর থেকে www. exametc.com এই ওয়েবসাইটে আগে থেকে রোল নম্বর ও মোবাইল নম্বর নথিভুক্ত করিয়ে রাখলে ফল প্রকাশের সঙ্গে সঙ্গে এসএমএসের মাধ্যমে মোবাইলে তা জানতে পারবেন ছাত্রছাত্রীরা ।
 
প্রথম একশ জনের মেধা তালিকা প্রকাশ করবে সংসদ। পরীক্ষা শেষ হওয়ার প্রায় দু মাসের মধ্যে ফল প্রকাশ করতে চলেছে সংসদ। সকাল দশটা থেকে বিভিন্ন ক্যাম্প অফিসে স্কুলের প্রতিনিধিদের হাতে মার্কশিট ও অ্যাডমিট কার্ড তুলে দেওয়া হবে। ফলে ফল প্রকাশের দিনই মার্কশিট হাতে পেয়ে যাবেন পরীক্ষার্থীরা। 

.