হিলারির সফর ঘিরে চূড়ান্ত প্রস্তুতি মহাকরণে

রাত পোহালেই কলকাতায় আসছেন মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিনটন। সোমবার সকালে যাবেন মহাকরণে। মার্কিন বিদেশসচিবের সফর ঘিরে নিরাপত্তার বেড়াজালে মুড়ে ফেলা হয়েছে মহাকরণকে। সোমবার মহাকরণে হিলারি ক্লিনটনকে বালুচরী এবং কাঁথাস্টিচের উত্তরীয় উপহার দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Updated By: May 5, 2012, 09:35 PM IST

রাত পোহালেই কলকাতায় আসছেন মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিনটন। সোমবার সকালে যাবেন মহাকরণে। মার্কিন বিদেশসচিবের সফর ঘিরে নিরাপত্তার বেড়াজালে মুড়ে ফেলা হয়েছে মহাকরণকে। সোমবার মহাকরণে হিলারি ক্লিনটনকে বালুচরী এবং কাঁথাস্টিচের উত্তরীয় উপহার দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হিলারি ক্লিনটনের সফর গিরে সাজো সাজো রব মহাকরণে। নিরাপত্তা সুনিশ্চিত করতে একাধিক ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। পাশপাশিই ঢেলে সাজানো হচ্ছে মহাকরণকেও। সাজানো হচ্ছে মুখ্যমন্ত্রীর ঘর। রবীন্দ্রনাথের পুরনো ছবি সরিয়ে শুভাপ্রসন্নর সংগ্রহ থেকে কবিগুরুর একটি পূর্ণাবয়ব ছবি লাগানো হচ্ছে। সোমবার মহাকরণের সেন্ট্রাল গেট দিয়ে হিলারি ক্লিনটন এবং তাঁর প্রতিনিধিদল ছাড়া প্রবেশাধিকার থাকবে শুধু মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিবের। মুখ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন বিদেশসচিবের মুখোমুখি বৈঠক হবে। বৈঠকের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন কেবল মুখ্যসচিব। সোমবার সকাল নটার পর থেকে মহাকরণের সামনের রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বৈঠকের পর সোমবার দুপুরেই দিল্লির উদ্দেশে রওনা হয়ে যাওয়ার কথা হিলারি ক্লিন্টনের।  

.