কাল পুরভোটের প্রস্তুতি নিয়ে বৈঠকে তৃণমূল নেত্রী

পুরভোটের প্রস্তুতি নিয়ে সোমবারই বৈঠকে বসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে তাঁর বাড়িতে ডেকে পাঠানো হয়েছে, কলকাতা পুর এলাকায় দলের সব বিধায়ক, সাংসদ, মেয়র পারিষদ এবং বরো চেয়ারম্যানকে।

Updated By: Nov 2, 2014, 06:14 PM IST
কাল পুরভোটের প্রস্তুতি নিয়ে বৈঠকে তৃণমূল নেত্রী

ওয়েব ডেস্ক: পুরভোটের প্রস্তুতি নিয়ে সোমবারই বৈঠকে বসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে তাঁর বাড়িতে ডেকে পাঠানো হয়েছে, কলকাতা পুর এলাকায় দলের সব বিধায়ক, সাংসদ, মেয়র পারিষদ এবং বরো চেয়ারম্যানকে।

জানুয়ারিতেই জনাদেশ? পুরভোট নিয়ে এই প্রশ্নের উত্তর এখনই জানা নেই কারোও। তবে পুরভোটকে তৃণমূল নেত্রী যে যথেষ্টই গুরুত্ব দিচ্ছেন তা নিজের বাড়িতে বৈঠক ডাকাতেই স্পষ্ট। সোমবার কালীঘাটে ডেকে পাঠানো হয়েছে কলকাতায় তৃণমূলের সব বিধায়ক, সাংসদ, মেয়র পারিষদ ও বরো চেয়ারম্যানকে। তৃণমূল সূত্রে খবর, কলকাতা পুরসভার পাঁচ বছরের কাজের খতিয়ান চাইবেন মুখ্যমন্ত্রী

তৃণমূলের একাংশ আত্মবিশ্বাসী, সৌন্দর্যায়ন ও ১০০ দিনের কাজে পাঁচ বছরে কলকাতা পুরসভার যা পারফরম্যান্স তাতে ফের ভোটে জেতা কঠিন হবে না। কিন্তু, নাগরিক মনে বিরূপ প্রভাব ফেলেছে এমন ইস্যুও রয়েছে।

দুশ্চিন্তার কারণগুলো এক নজরে দেখে নেওয়া যাক-
১) জমি বিবাদে খুনের ঘটনায় এখনও জেল হাজতে ধাপা মাঠপুকুরের তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাউ।
২) গার্ডেনরিচে পুলিস কর্মী তাপস চৌধুরী খুনে সরাসরি জড়িয়েছে বরো চেয়ারম্যান মহম্মদ ইকবাল ওরফে মুন্নার নাম।
৩) তৃণমূলের নেতাকর্মীদের বিরুদ্ধে তোলাবাজি-সিন্ডিকেট রাজ চালানোর অভিযোগ রয়েছে।
৪) ত্রিফলা কেলেঙ্কারিতে কলঙ্কিত হয়েছে পুরসভার ভাবমূর্তি।
৫) সারদা কেলেঙ্কারি ও বর্ধমান কাণ্ড জনমানসে সরকারের বিরুদ্ধে বিরূপ প্রভাব ফেলেছে।

ভাবমূর্তি পুনরুদ্ধারে প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে দাগী নেতানেত্রীদের।

প্রার্থী তালিকা শুদ্ধিকরণে চাওয়া হতে পারে সব জনপ্রতিনিধির সম্পত্তির হিসেব। কিন্তু, তাতে কি স্বচ্ছ তালিকা মিলবে?

তৃণমূলের দুশ্চিন্তার আরেক কারণ বিজেপির উত্থান।

লোকসভা ভোটের ফলে কলকাতার ছাব্বিশটি ওয়ার্ডে এগিয়ে ছিল বিজেপি। তেত্রিশটিতে লড়াই ছিল হাড্ডাহাড্ডি।

রাজ্যে সাম্প্রতিক ঘটনাবলীতে আরও বেড়েছে বিজেপির জনপ্রিয়তা।

ভবানীপুর, বালিগঞ্জ, নিউ আলিপুর, রাসবিহারী, জোড়াসাঁকো ও বড়বাজার এলাকায় বিজেপির সংগঠন এখন রীতিমতো শক্তিশালী বিজেপিকে রুখতে কী স্ট্র্যাটেজি নেবেন তৃণমূল নেত্রী? শোনা যাচ্ছে বিজেপির একচেটিয়া অবাঙালি ভোটব্যাঙ্কে ভাঙন ধরাতে ইতিমধ্যে বিশেষ কিছু ব্যক্তির হাতে দায়িত্ব দিয়েছে তৃণমূল। আর কী হবে রণনীতি? সেই উত্তর পেতে অপেক্ষা সোমবারের। নজর কালীঘাটে।

.