পদত্যাগ করলেন হুমায়ুন কবীর

উপনির্বাচনে হেরেও মন্ত্রী পদে তিন মাস বহাল থাকার পর অবশেষে পদত্যাগ করলেন হুমায়ুন কবীর। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর তাঁকে প্রাণীসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী করা হয়েছিল। নিয়ম অনুযায়ী, মন্ত্রী হওয়ার ছ-মাসের মধ্যে বিধায়ক পদে উপনির্বাচনে জিতে আসতে হবে তাঁকে।

Updated By: May 18, 2013, 09:47 PM IST

উপনির্বাচনে হেরেও মন্ত্রী পদে তিন মাস বহাল থাকার পর অবশেষে পদত্যাগ করলেন হুমায়ুন কবীর। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর তাঁকে প্রাণীসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী করা হয়েছিল। নিয়ম অনুযায়ী, মন্ত্রী হওয়ার ছ-মাসের মধ্যে বিধায়ক পদে উপনির্বাচনে জিতে আসতে হবে তাঁকে।
ফেব্রুয়ারিতে রেজিনগরে উপনির্বাচনে দাঁড়ালেও হেরে যান তিনি। কিন্তু এরপরও মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেননি। বিশে মে তাঁর ছ-মাসের মেয়াদ শেষের দুদিন আগে অবশেষে পদত্যাগ করলেন তিনি। আজ মহাকরণে মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। পরে হুমায়ুন কবীর বলেন, মুখ্যমন্ত্রী তাঁকে পঞ্চায়েতে দলের হয়ে কাজ করতে বলেছেন। শীঘ্রই তাঁকে সরকারি কোনও নিগমের সদস্য করা হবে বলেও মুখ্যমন্ত্রী তাঁকে আশ্বাস দিয়েছেন বলে দাবি করেছেন হুমায়ুন কবীর।

.