জামাইষষ্ঠীতে মরসুমের প্রথম রূপোলি শস্য ঘরে তুলতে নাকাল শ্বশুরবাহিনী

জামাইষষ্ঠীর দিন এই মরসুমে প্রথম রূপোলি শস্যের দেখা পাওয়া গেল পূর্ব মেদিনীপুরের শঙ্করপুরে। বর্ষা আসতে এখনও দু`সপ্তাহ দেরি আছে। কিন্তু এরমধ্যেই সমুদ্র থেকে ইলিশ তুলে আনলেন মত্স্যজীবীরা। তবে বাজার চাহিদার তুলনায় অনেক কম। সেক্ষেত্রে জামাইষষ্ঠী উপলক্ষে পকেটে টাকা থাকলেও হেঁসেলে আনতে পারবেন কিনা সন্দেহ রয়েছে।

Updated By: Jun 4, 2014, 01:57 PM IST

জামাইষষ্ঠীর দিন এই মরসুমে প্রথম রূপোলি শস্যের দেখা পাওয়া গেল পূর্ব মেদিনীপুরের শঙ্করপুরে। বর্ষা আসতে এখনও দু`সপ্তাহ দেরি আছে। কিন্তু এরমধ্যেই সমুদ্র থেকে ইলিশ তুলে আনলেন মত্স্যজীবীরা। তবে বাজার চাহিদার তুলনায় অনেক কম। সেক্ষেত্রে জামাইষষ্ঠী উপলক্ষে পকেটে টাকা থাকলেও হেঁসেলে আনতে পারবেন কিনা সন্দেহ রয়েছে।

বাজারে যেসব মাছ এসেছে এক একটা চারশো থেকে এক কেজি ওজনের। কিন্তু দাম তার দ্বিগুন। মাছ ধরার সময়সীমা পার করে গত পয়লা জুন সমুদ্রে যান মত্স্যজীবীরা। গতকাল রাত থেকে ইলিশ বোঝাই নৌকা এবং ট্রলার ভিরতে শুরু করে শঙ্করপুর ও দিঘা মোহনায়।

.