কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠানে রেড রোডে পালিত স্বাধীনতা দিবস

Updated By: Aug 15, 2014, 12:50 PM IST
কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠানে রেড রোডে পালিত স্বাধীনতা দিবস

রেড রোডে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল স্বাধীনতা দিবস। জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয় কুচকাওয়াজে।

কলকাতার সাউথ পয়েন্টই হোক, কিংবা দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্ত সুন্দরবন বালিকা বিদ্যানিকেতন, মহা উত্‍সাহে নাচে-গানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন ছাত্রছাত্রীরা। রাজ্যের বিভিন্ন প্রান্তের লোকনৃত্য পেশ করেন শিল্পীরা। এদিন পুলিস এবং প্রশাসনের শীর্ষ কর্তাদের সম্মানিত করেন মুখ্যমন্ত্রী। পুলিস বিভাগে পুরস্কার প্রাপকদের তালিকায় ছিলেন কলকাতার পুলিস কমিশনার সুরজিত্‍ কর পুরকায়স্থ, বিধাননগরের কমিশনার রাজীব কুমার সহ সিদ্ধিনাথ গুপ্তা, ভারতী ঘোষ, সইদ মির্জা, ডিপি সিং সহ আরও অনেকে।

কাজের নিরিখে বিভিন্ন প্রশাসনিক বিভাগের আধিকারিকরাও পুরস্কৃত হয়েছেন। কর্মবিনিয়োগের ভিত্তিতে এদিন একাধিক জেলাকে সম্মানিত করেছেন মুখ্যমন্ত্রী। পুরস্কার গ্রহণ করেন মুখ্যসচিব সঞ্জয় মিত্র। রেড রোডের কুচকাওয়াজে আজ অংশ নিয়েছিলেন টলিউডের শিল্পীরাও।         

.