যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন সার্কুলার শৃঙ্খলাভঙ্গের অভিযোগ জুটার

Updated By: Oct 13, 2014, 10:09 PM IST
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন সার্কুলার শৃঙ্খলাভঙ্গের অভিযোগ জুটার

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার নতুন বিতর্ক সার্কুলার ঘিরে। জুটার অভিযোগ, অধ্যাপকদের পাঠানো ওই সার্কুলারে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে, পরীক্ষা এবং ডিগ্রি প্রদান অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার কথাও। শিক্ষক সংগঠন জুটার দাবি, এই সার্কুলার আসলে কর্তৃপক্ষের হুঁশিয়ারিরই নামান্তর। শিক্ষাসচিবকে বিষয়টি সম্পর্কে খোঁজ নিতে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নতুন বিতর্কের ইস্যু হয়ে উঠল একটি সার্কুলার।

সোমবার পুজোর পর বিশ্ববিদ্যালয় খুলতেই সেটি মেল করে দেওয়া হয় অধ্যাপকদের। শিক্ষক সংগঠন জুটার দাবি,সার্কুলারে অধ্যাপকদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে, আন্দোলনের ফলে দায়িত্ব পালনে গাফিলতির কথা।

কোন্ অধ্যাপক ক্লাস করছেন এবং কে করছেন না তারও বিস্তারিত বিবরণ দিতে বলা হয়েছে কর্তৃপক্ষের জারি করা সার্কুলারে। জুটার প্রশ্ন, এটা কি আসলে তাঁদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি? সোমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকেও বিষয়টি তোলেন জুটার প্রতিনিধিরা। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, শিক্ষামন্ত্রীর নির্দেশে সার্কুলারের বেশ কিছু অংশ বদলে দিতে পারেন উপাচার্য।

 

.