শহরের ১৭৪টি রাস্তায় ঘুরবে না সাইকেলের চাকা

শহর এবং শহরতলির ১৭৪টি রাস্তায় সাইকেল, রিকশা, ভ্যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিস। দুষণ রুখতে পৃথিবীর বড় শহরগুলিতে সাইকেলের উপরেই ভরসা করছেন মানুষ। সেখানে কলকাতা পুলিসের এই সিদ্ধান্ত আদৌ কতটা পরিবেশবান্ধব তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

Updated By: Mar 1, 2014, 01:34 PM IST

শহর এবং শহরতলির ১৭৪টি রাস্তায় সাইকেল, রিকশা, ভ্যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিস। দুষণ রুখতে পৃথিবীর বড় শহরগুলিতে সাইকেলের উপরেই ভরসা করছেন মানুষ। সেখানে কলকাতা পুলিসের এই সিদ্ধান্ত আদৌ কতটা পরিবেশবান্ধব তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

শহরের রাস্তায় সাইকেল, রিকশা, ঠেলাগাড়ি সম্ভবত আর বেশি দিন চোখে পড়বে না। শহর এবং শহরতলির মোট ১৭৪টি রাস্তায় সাইকেল, ভ্যানের মতো মোটরহীন যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিস। আর কলকাতা পুলিসের এই সিদ্ধান্তে সমস্যায় পড়েছেন শহরের ছোট ব্যবসায়ী এবং নিম্নমধ্যবিত্ত মানুষ।

শহরের রাজপথে গতি আনতেই মোটরহীম যান নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে কলকাতা পুলিস। পৃথিবীর বড় শহরগুলিতে দুষণ রুখতে সাইকেলের উপরেই এখন ভরসা করছেন সাধারণ মানুষ। অনেক বড় শহরে সাইকেলের জন্য আলাদা লেনও রয়েছে। সেখানে এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের মুখে কলকাতা পুলিস।

.