শহরে আজও দাবদাহ, পারদ ঘুরছে ৪০ এর ঘরে

এখনই গরম থেকে স্বস্তি মিলছে না। আজও কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রির আশেপাশে থাকবে। সেই সঙ্গে চলবে তাপপ্রবাহ। আগামী ২৪ ঘণ্টায় উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাতে গরম কমার সম্ভাবনা নেই হলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Updated By: Apr 26, 2014, 02:30 PM IST

এখনই গরম থেকে স্বস্তি মিলছে না। আজও কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রির আশেপাশে থাকবে। সেই সঙ্গে চলবে তাপপ্রবাহ। আগামী ২৪ ঘণ্টায় উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাতে গরম কমার সম্ভাবনা নেই হলে জানিয়েছে আবহাওয়া দফতর।

এপ্রিল শেষ হলেও এবছর কালবৈশাখীর দেখা নেই। আবহাওয়াবিদদের মতে এবছর রাজ্যে এখনও কালবৈশাখীর পরিবেশ তৈরি হয়নি। বঙ্গপোসাগর থেকে জলীয় বাস্প নিয়ে বাতাস রাজ্যে প্রবেশ করলেও তার পরিমাণ এতটাই কম যে কালবৈশাখী সম্ভব নয়। ফলে এখনও কিছুদিন তীব্র দাবদাহের মধ্যেই কাটাতে হবে রাজ্যবাসীকে।

.