শীতে কাঁপছে কলকাতা, কুয়াশায় কাবু দিল্লি

বড় দিনের আগে কমছে শীত। পশ্চিমি ঝঞ্ঝার কারণে  আগামী ৪৮ ঘণ্টার পর থেকে উর্দ্ধমুখী হবে পারদ। তবে একটাই সুখের কথা যে ক্রিসমাসের আগে ফের তাপমাত্রা কমার সম্ভাবনা থাকছে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী আটচল্লিশ ঘণ্টা এই তাপমাত্রা থাকবে।

Updated By: Dec 22, 2014, 09:04 AM IST
শীতে কাঁপছে কলকাতা, কুয়াশায় কাবু দিল্লি

ওয়েব ডেস্ক: বড় দিনের আগে কমছে শীত। পশ্চিমি ঝঞ্ঝার কারণে  আগামী ৪৮ ঘণ্টার পর থেকে উর্দ্ধমুখী হবে পারদ। তবে একটাই সুখের কথা যে ক্রিসমাসের আগে ফের তাপমাত্রা কমার সম্ভাবনা থাকছে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী আটচল্লিশ ঘণ্টা এই তাপমাত্রা থাকবে।

এদিকে, রাজধানী দিল্লিতে ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে একের পর এক বিমান বাতিল করা হয়েছে। শুধু বিমান নয় রেল পরিষেবাও কুয়াশার কারণে ব্যাহত হয়েছে। আজ সকালে দিল্লির তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তর ভারতে প্রবল শৈতপ্রবাহের কারণে চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

Tags:
.