ডিভিশন বেঞ্চের রায় `অভূতপূর্ব`, মন্তব্য ভগবতীপ্রসাদের

পঞ্চায়েত মামলায় ডিভিশন বেঞ্চের রায়ে বিস্মিত অবসরপ্রাপ্ত বিচারপতি ভগবতীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, আইনের ইতিহাসে এই রায় অভূতপূর্ব ও আশ্চর্যজনক। এই রায় সংবিধানসম্মত কিনা, সে প্রশ্নও তুলেছেন তিনি। একই প্রশ্ন তুলেছেন আইনজীবী অরুনাভ ঘোষও।

Updated By: May 15, 2013, 08:27 PM IST

পঞ্চায়েত মামলায় ডিভিশন বেঞ্চের রায়ে বিস্মিত অবসরপ্রাপ্ত বিচারপতি ভগবতীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, আইনের ইতিহাসে এই রায় অভূতপূর্ব ও আশ্চর্যজনক। এই রায় সংবিধানসম্মত কিনা, সে প্রশ্নও তুলেছেন তিনি। একই প্রশ্ন তুলেছেন আইনজীবী অরুনাভ ঘোষও।
পঞ্চায়েত ভোট নিয়ে মঙ্গলবার রায় দেয় হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। রায়ের একটি অংশ নিয়ে সবচেয়ে বেশি জটিলতা তৈরি হয়েছে। রায়ে বলা হয়েছে, "সিঙ্গল বেঞ্চে যে বিষয়গুলি তুলে ধরা হয়েছিল, গুনাগুন অনুযায়ী সেগুলি যেন নজির হিসাবে না দেখা হয়। কারণ মামলার গুনাগুন সম্পর্কে আমরা নজর দিইনি। সমস্ত বিষয়গুলি খোলা রাখা হয়েছে এবং নির্দিষ্ট সময়মতো তা কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে।" রায়ের এই অংশ সম্পর্কে তীব্র আপত্তি জানিয়েছেন কমিশনের আইনজীবী সমরাদিত্য পাল।
মামলার রায়ের ওই অংশ সম্পর্কে প্রশ্ন তুলেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি ভগবতীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, সিঙ্গলবেঞ্চের রায়কে খারিজ না করে কী ভাবে নজির না মানার কথা বলা হল ডিভিশন বেঞ্চের রায়ে। ডিভিশন বেঞ্চের রায় কতটা সংবিধানসম্মত, সে প্রশ্নও তুলেছেন ভগবতীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "আমাদের ভারতবর্ষের ইতিহাসে এটা অভূতপূর্ব।" আইনজীবী অরুনাভ ঘোষের মতে, এই রায় `নিকৃষ্টমানের`।
 
ডিভিশন বেঞ্চের রায়ের পর পঞ্চায়েত ভোট নিয়ে সমস্যা হয়তো কেটেছে, কিন্তু অভাবনীয় নজিরবিহীন বিতর্কের জন্ম দিয়েছে ওই রায়, সম্ভবত সারা দেশে এরকম নজির নেই। 

.