পাড়ুইকাণ্ডে তদন্তেভার রাজ্য পুলিসের ডিজির হাতে, নির্দেশ হাইকোর্টের

পাড়ুইকাণ্ডের তদন্তে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিটের দায়িত্বে থাকবেন রাজ্য পুলিসের ডিজি। নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বীরভূমের পাড়ুইয়ের সাগর ঘোষ হত্যাকাণ্ডের তদন্তে রাজি হননি রাজ্য পুলিসের প্রথম সারির তিন অফিসার দময়ন্তী সেন, নীরজ কুমার সিং ও সৌমেন মিত্র। এরপরই আজ কলকাতা হাইকোর্ট পাড়ুইকাণ্ডের তদন্ত ডিজির হাতেই তুলে দিল।

Updated By: Feb 14, 2014, 03:07 PM IST

পাড়ুইকাণ্ডের তদন্তে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিটের দায়িত্বে থাকবেন রাজ্য পুলিসের ডিজি। নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বীরভূমের পাড়ুইয়ের সাগর ঘোষ হত্যাকাণ্ডের তদন্তে রাজি হননি রাজ্য পুলিসের প্রথম সারির তিন অফিসার দময়ন্তী সেন, নীরজ কুমার সিং ও সৌমেন মিত্র। এরপরই আজ কলকাতা হাইকোর্ট পাড়ুইকাণ্ডের তদন্ত ডিজির হাতেই তুলে দিল।

হাইকোর্টের পর্যবেক্ষণ, সিটের তদন্তে শুধু সাগর ঘোষের পরিবারই নয়, রাজ্যের মানুষেরও আস্থা ফিরে আসুক। প্রভাবমুক্ত ও দলীয় শাসনমুক্ত তদন্ত করার কথা বলেছে হাইকোর্ট। তদন্তে রাজ্য সরকারেরও পরামর্শ খাটবে না বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি। যতই প্রভাবশালী কেউ হোক না কেন, প্রমাণ মিললে তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে আদালত।

.