প্রোমোটার খুনের মুল অভিযুক্ত পুলিসের নাগালে

মধ্য কলকাতার রবীন্দ্র সরণীতে প্রোমোটার খুনের ঘটনার কিনারা করল কলকাতা পুলিস। গ্রেফতার করা হয়েছে, মূল অভিযুক্ত ইমরান আলম ওরফে আদনানকে। রবিবার ভোরে  জোড়াসাঁকো এলাকা থেকে আদনানকে গ্রেফতার করে কলকাতা পুলিসের গুন্ডা দমন শাখা।

Updated By: Mar 10, 2013, 09:56 PM IST

মধ্য কলকাতার রবীন্দ্র সরণীতে প্রোমোটার খুনের ঘটনার কিনারা করল কলকাতা পুলিস। গ্রেফতার করা হয়েছে, মূল অভিযুক্ত ইমরান আলম ওরফে আদনানকে। রবিবার ভোরে  জোড়াসাঁকো এলাকা থেকে আদনানকে গ্রেফতার করে কলকাতা পুলিসের গুন্ডা দমন শাখা।
ধৃত যুবক মধ্য কলকাতার কলুটোলা স্ট্রিটের বাসিন্দা। ১০ ফেব্রুয়ারি রাতে চিতপুরের ময়ূর সিনেমা হলের সামনে খুব কাছ থেকে গুলি করা হয় বড়বাজার এলাকার প্রোমোটার মহম্মদ হাসিম ওরফে বাচ্চা কাল্লুকে। তলপেটে গুলি লাগে তাঁর। পরে হাসপাতালে মৃত্যু হয় ওই প্রোমোটারের। ব্যবসায়িক শত্রুতার জেরেই  আদনান, মহম্মদ হাসিমকে খুন করে বলে অভিযোগ। পুলিসের দাবি, আদনান এক পরিচিত মারফত ১০ জানুয়ারি রাত সাড়ে এগারোটা নাগাদ প্রোমোটার মহম্মদ হাসিমকে ফোন করে বাড়ি থেকে ডেকে আনে। ধৃত আদনানকে বাইশে মার্চ পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছ ব্যাঙ্কশাল কোর্ট।

.