দল সাংগঠনিক তদন্ত করুক, পার্থকে চিঠি কুণালের, সিবিআই দফতরে সৃঞ্জয়-বুয়া

 তাঁর দাবি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত কমিশন গড়া হোক।

Updated By: Sep 10, 2014, 06:20 PM IST
দল সাংগঠনিক তদন্ত করুক, পার্থকে চিঠি কুণালের, সিবিআই দফতরে সৃঞ্জয়-বুয়া

কলকাতা: সারদাকাণ্ডে সাংগঠনিক স্তরে তদন্ত কমিশন গড়ার দাবি জানালেন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। তাঁর দাবি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত কমিশন গড়া হোক। এই ৭২ ঘণ্টা তিনি প্রকাশ্যে কোনও বিবৃতি দেবেন না বলে জানিয়েছেন কুণাল ঘোষ। এদিকে আজই তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী সমীর চক্রবর্তী ওরফে বুয়াকে ডেকে পাঠিয়েছে সিবিআই। সিবিআই দফতরে হাজির হয়েছেন তিনি। বিধাননগর পুরসভার চেয়ারপার্সেন কৃষ্ণা চক্রবর্তীর স্বামী বুয়া চক্রবর্তী। সারদার জেরায় বারবার তাঁর নাম উঠে এসেছে। সে কারণেই তাঁকে তলব করা হয়েছে।

সারদা কেলেঙ্কারিতে সিবিআইয়ের নজরে আরও এক তৃণমূল সাংসদ। আজ সকাল এগারোটা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হন সৃঞ্জয় বসু। সিবিআই সূত্রে খবর, আজ তাঁকে দিনভর জেরা করা হতে পারে। সিবিআই সূত্রে খবর সারদা গোষ্ঠীর মিডিয়া সংস্থার সঙ্গে একাধিক আর্থিক লেনদেন ছিল সৃঞ্জয় বসুর। এব্যাপারে গোয়েন্দাদের হাতে বেশ কিছু তথ্য প্রমাণ এসেছে বলে খবর। সেব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্যই সৃঞ্জয় বসুকে ডেকে পাঠানো হয়েছে।

 

.