সারদার ভোরাডুবি নিয়ে বিভ্রান্ত করেছেন সুদীপ্ত সেন, দাবি কুণালের

সিবিআইকে লেখা চিঠি ও সংস্থার কর্তাদের ই-মেল। সংস্থার ভরাডুবির কারণ হিসেবে দু` জায়গায় দু` রকম তথ্য দিয়েছেন সুদীপ্ত সেন। দাবি তৃণমূল সাংসদ কুণাল ঘোষের। পুলিস তাঁকে বারবার জেরা করায় কুণাল ঘোষ এবার প্রশ্ন তুললেন  তদন্তের পদ্ধতি নিয়ে। যাঁরা বিষয়টি সম্পর্কে জানেন, তাঁদের জেরা করলে এতো সময় লাগত না বলে মন্তব্য তৃণমূল সাংসদের।

Updated By: Oct 25, 2013, 10:39 PM IST

সিবিআইকে লেখা চিঠি ও সংস্থার কর্তাদের ই-মেল। সংস্থার ভরাডুবির কারণ হিসেবে দু` জায়গায় দু` রকম তথ্য দিয়েছেন সুদীপ্ত সেন। দাবি তৃণমূল সাংসদ কুণাল ঘোষের। পুলিস তাঁকে বারবার জেরা করায় কুণাল ঘোষ এবার প্রশ্ন তুললেন  তদন্তের পদ্ধতি নিয়ে। যাঁরা বিষয়টি সম্পর্কে জানেন, তাঁদের জেরা করলে এতো সময় লাগত না বলে মন্তব্য তৃণমূল সাংসদের।
সারদা কাণ্ডে শুক্রবার কুণাল ঘোষকে ফের জের করল বিধাননগর কমিশারেট। এই নিয়ে মোট ন`বার। কিন্তু কেন এমন বক্তব্য তৃণমূল সাংসদের? তাঁর যুক্তি ১৩ এপ্রিল, ২১৩ সুদীপ্ত সেন সারদা গ্রুপের সংবাদ মাধ্যম শাখাগুলির কর্তাদের যে মেল পাঠিয়েছিলেন তার সঙ্গে সিবিআইকে দেওয়া চিঠির মধ্যে কোনও মিল নেই। তিনি বলেন, "যাঁরা বিষয়টি জানেন, তাঁদের ডাকলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।"
কারা এই বিষয়টি জানেন? এখন প্রশ্ন উঠছে তা নিয়ে। কেন্দ্রীয় সংস্থা এসএফআইও-র অফিসে দুবার ডাকা হয় কুণাল ঘোষকে। জেরা করা হয় আরেক তৃণমূল সাংসদ সৃঞ্জয় বসুকেও। প্রথমবার জেরার পর নিজাম প্যালেসে দলের সভাপতি মুকুল রায়ের সঙ্গে বৈঠক করেন কুণাল ঘোষ। মুকুল রায়ের সঙ্গে বৈঠকের পর বিধাননগর কমিশারেটে শুক্রবারই প্রথম তাঁকে জেরা করা হল। আর সেদিনই কুণাল ঘোষ সামনে আনলেন সারদা কর্তার ই-মেল প্রসঙ্গ। এই ঘটনার পর তদন্ত কোন পথে এগোয়, তার দিকেই তাকিয়ে সকলে।
 

.