মুখ্যমন্ত্রী উত্‍সবে ব্যস্ত:বিমান বসু। বিরোধীদের অধিকার কাড়া হচ্ছে: সূর্যকান্ত। রাজ্যে কিচ্ছু হচ্ছে না: বুদ্ধদেব। তৃতীয় বিকল্প চাই: কারাট।-- LIVE BRIGADE

আজ বামফ্রন্টের ব্রিগেড সমাবেশ। ভোর রাত থেকেই ব্রিগেডে আসতে শুরু করেছেন বাম -কর্মী সমর্থকেরা। শিয়ালদহ ও হাওড়া স্টেশন থেকে মিছিল করে চলেছেন ব্রিগেড অভিমুখে। সমাবেশে যোগ দিতে উত্তরবঙ্গ সহ দূরের জেলাগুলি থেকে শনিবার রাতেই কলকাতায় পৌছে গিয়েছেন অধিকাংশ বাম কর্মী-সমর্থক।

Updated By: Feb 9, 2014, 03:15 PM IST

আজ বামফ্রন্টের ব্রিগেড সমাবেশ। পড়ুন লাইভ ব্লগ-
দুপুর ৩টা--
বক্তব্য রাখছেন বুদ্ধদেব ভট্টাচার্য--

কী কী বলছেন বুদ্ধদেব ভট্টাচার্য--
আমরা সরকারকে হুঁশিয়ারি দিতে এসেছি।
এত বড় সমাবেশ এর আগে দেখিনি।
আরও বড় সমাবেশের শপথ নিতে হবে
লক্ষ লক্ষ যুবকদের অপমান করা হচ্ছে
শুধু বিজ্ঞাপন আছে, কাজ নেই।

রাজ্যে কোনও কাজ হচ্ছে না। আড়াই বছরে কিচ্ছু কাজ হয়নি। হাসপাতাল, স্কুল কিচ্ছু হয়নি।

টেট দুর্নীতির মাধ্যমে প্রতারণা হয়েছে। গ্রিন পুলিসের নামে প্রতারণা হয়েছে।
লাখ লাখ টাকা কোথায় খরচ হচ্ছে জনগণকে তা জানাতে হবে।

আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। মহিলাদের উপর অত্যাচার প্রতিদিন বাড়ছে। কোনও মহিলা পাড় পাচ্ছে না। ভয়ঙ্কর রাজত্ব চলছে।

এখন সিঙ্গুর শ্মশান, নন্দীগ্রাম নরক।
মোদীর লাড্ডু খেলে পস্তাতে হবে।

জিনিসপত্রের দাম বাড়ছে।
আমাদের মুখ বন্ধ রাখা যাবে না।

দুপুর ২.৩০টা-- বক্তব্য রাখছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র।
কী কী বলছেন সূর্যকান্ত মিশ্র--
দড়ি ধরে মারো টান, রাজা (মানে রানি) হবে খানখান।
স্বৈরাচারীর সরকারের নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী ব্রিগেডের জনসমুদ্র দেখুন।
বিধানসভায় বিরোধীদের আড়াই বছরে আড়াইটা প্রশ্নেরও উত্তর দেননি মুখ্যমন্ত্রী।
বিরোধীদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।
শুধু বিরোধীরা নয় তৃণমূলের সদস্যরাও আক্রান্ত হচ্ছেন গোষ্ঠীদ্বন্দ্বে।

কন্যাশ্রী শ্রী না বিশ্রী সেটা মানুষ জানে

এই সরকার উন্নয়নবিরোধী।

এই সরকার দেউলিয়া সরকার-- ৫৫ হাজার কোটি টাকা ঋণ। প্রায় প্রতিদিনই উত্‍সব চলছে। সরকার দুর্নীতির নজির গড়ছে। আরেক চিটফান্ড মালিক রাজ্যসভায়। সব এলাকায় উন্নয়ন বন্ধ।

দুপুর ২টা- বক্তব্য রাখছেন সিপিআইএম সাধারণ সম্পাদক প্রকাশ কারাট।
কী কী বললেন প্রকাশ কারাত-

দুর্নীতিতে বিপর্যস্ত দেশ। বিকল্প প্রয়োজন।
দু মাসের মধ্যে লোকসভা ভোট।

তৃণমূলকে ভোট লুঠ করতে দেব না।

মমতাকে জোটে আমন্ত্রণ জানিয়েছেন মোদী। কংগ্রেস ছেড়ে মমতা বন্দোপাধ্যায় এখন বিজেপির দিকে পা বাড়াচ্ছেন।

কংগ্রেস-বিজেপির আর্থিক নীতিতে কোনও ফারাক নেই।
ইউপিএ নীতিহীনতায় ভুগছে। ইউপিএর বিকল্প দরকার। তৃতীয় বিকল্পকে ভয় পাচ্ছে বিজেপি।

নরেন্দ্র মোদী মানেই ধর্মভিত্তিক বিভাজন। বিজেপি ক্ষমতায় এলে সামপ্রদায়িকতা বাড়বে।
মোদীর নেতৃত্বে গুজরাটে কর্পোরেট সংস্থাগুলোকে মুনাফা লোটার সুযোগ দেওয়া হয়েছে।
দেউলিয়া সরকার

দুপুর ১.৩০টা-- বক্তব্য রাখছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

কী কী বললেন বিমান বসু--

রাজ্যজুড়ে ধর্ষণ চলছে।
তৃণমূল সরকার সব প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে।
গণতন্ত্র নয় দলতন্ত্র প্রতিষ্ঠা করেছে তৃণমূল সরকার।

মানুষের জন্য ব্যস্ত নয়, উত্‍সবে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে পিছনের দিকে নিয়ে যাচ্ছে।
রাজ্যসভা নির্বাচনে কোটি কোটি টাকা উড়িয়ে নোংরা রাজনীতি করেছে তৃণমূল।

মমতাকে সততার প্রতীক প্রসঙ্গে কটাক্ষ।
বিধায়ক কেনাবেচা লেনদনের অভিযোগ তুললেন।
রাজ্যের ৪২টি আসনেই বাম প্রার্থীদের জেতানোর শপথ।

দুপুর ১.১২টা- ব্রিগেডের মঞ্চে এলেন বুদ্ধদেব ভট্টাচার্য।

বাধা দিলেও মানুষকে আটকানো যাবে না, বললেন বিমান বসু।

এখনও বহু মিছিল ব্রিগেডমুখী।

দুপুর ১টা- সমাবেশ শুরু। সঞ্চালনা করছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।

দুপুর ১২টা-- সভাস্থলে উপস্থিত বামফ্রন্টের নেতা-কর্মীরা। উপস্থিত সূর্যকান্ত মিশ্র, বিমান বসু, অশোক ঘোষ।

সকাল ১১.৪০টা-- ডাউন শান্তিপুর লোকালে হামলার অভিযোগ বাম কর্মী সমর্থকদের।

বর্ধমানের মন্তেশ্বরের কুসুমগ্রামে হামলা। লাভপুরের বাসিন্দাদের বাধা।

সকাল ১১.৩০টা- ব্রিগেডে আসার পথে হুমকির অভিযোগ এসেছে বর্ধমানের মঙ্গলকোটে। অভিযোগ, বাস আটকান তৃণমূলের কর্মী সমর্থকরা। প্রতিবাদে কাশেমনগরের গীতষ্ঠা মোড় অবরোধ করেন বাম কর্মী সমর্থকরা।

সকাল ১০.৪৫--টেটে দুর্নীতি থেকে সিভিক পুলিসে চাকরির অনিশ্চয়তা। ব্রিগেডে আজ প্রতিবাদী মুখের ভিড়। কেউ এসেছেন শত বাধা উপেক্ষা করে। কেউ এসেছেন নিজের প্রতিবাদ জানাতে।

সকাল ১০.৩০টা- ব্রিগেডে আসা বেশ কয়েকজন বাম সমর্থকরা বলছেন, লুকিয়ে আসতে হয়েছে। গ্রামে ঢুকতে দেওয়া হবে না, এমনও হুমকিও মিলেছে।

সকাল ১০টা-- মহানগরে মানুষের ঢল। শহর লাল পতাকায় মুড়িয়ে গিয়েছে।

সকাল ৯.৩০টা-- ব্রিগেডে এলে ১০০ দিনের কাজ দেওয়া হবে না। এমন হুমকি উপেক্ষা করেও ব্রিগেড সমাবেশ এসেছি। বললেন এক গ্রামবাসী।

সকাল ৯টা-- ব্রিগেডে আসতে বাধা দেওয়ার অভিযোগ আসছে। অভিযোগ আনছেন বামফ্রন্টের কর্মী-সমর্থকরা।

সকাল ৮.৩০টা-- শিয়ালদহ স্টেশন থেকে মিছিল করে ব্রিগেডের দিকে আসছেন বাম কর্মী -সমর্থকরা।

সকাল ৮.১৫টা- ব্রিগেড ময়দানে এখন থেকেই বেশ ভিড় চোখে পড়ছে।

সকাল ৮টা-- রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন মানুষ।

ভোর রাত থেকেই ব্রিগেডে আসতে শুরু করেছেন বাম -কর্মী সমর্থকেরা। শিয়ালদহ ও হাওড়া স্টেশন থেকে মিছিল করে চলেছেন ব্রিগেড অভিমুখে। সমাবেশে যোগ দিতে উত্তরবঙ্গ সহ দূরের জেলাগুলি থেকে শনিবার রাতেই কলকাতায় পৌছে গিয়েছেন অধিকাংশ বাম কর্মী-সমর্থক।

কিন্তু সমাবেশের আগের রাতে সমর্থকদের থাকার জন্য যুবভারতী চেয়েও পায়নি বামফ্রন্ট। তাই জায়গার অভাবে অনেকেই রাত কাটালেন হাওড়া এবং শিয়ালদা স্টেশনে। ব্রিগেডে খোলা আকাশের নীচেও রাত কাটিয়েছেন অনেকে।

লোকসভা ভোটের আগে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকেই লঞ্চিং প্যাড করল ডান-বাম সবদলই। ব্রিগেড থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা ছিল বাংলার গণ্ডি ছাড়িয়ে তাঁদের লক্ষ্য এবার দিল্লি।

ব্রিগেডে মোদী বলেছিলেন, রাজ্যে তৃণমূল আর কেন্দ্রে পদ্মফুল। আজ ব্রিগেড থেকে বামেরা কী বার্তা দেন এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। চোখ থাকবে বামেরা কতটা ভিড় টানতে পারলেন তার দিকেও। কারণ, সবার শেষে ব্রিগেড সমাবেশ করছেন বামেরা।

লোকসভা নির্বাচনের আগে বামেদের উদ্যোগে বিকল্প জোটকে কটাক্ষ করেছিলেন নরেন্দ্র মোদী। কটাক্ষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। জবাবে রবিবারের ব্রিগেডে বামেরা কী বলবেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক দলগুলি।

.