মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট বামেদের

মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট করল বামেরা। এদিন বিধানসভা শুরু হওয়ার পরই মূল্যবৃদ্ধি ইস্যুতে আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব আনে কথা বলেন বাম বিধায়করা। কিন্তু সেই প্রস্তাব গৃহীত হয়নি। এর প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বাম বিধায়করা।

Updated By: Nov 19, 2013, 01:45 PM IST

মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট করল বামেরা। এদিন বিধানসভা শুরু হওয়ার পরই মূল্যবৃদ্ধি ইস্যুতে আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব আনে কথা বলেন বাম বিধায়করা। কিন্তু সেই প্রস্তাব গৃহীত হয়নি। এর প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বাম বিধায়করা।
তাদের অভিযোগ, চলতি অধিবেশনে আলোচনার জন্য তেমন গুরুত্বপূর্ণ কোনও ইস্যু নেই। তা সত্ত্বেও এই মুহূর্তে মানুষের সামনে সবচাইতে বড় ইস্যু মূল্যবৃদ্ধি নিয়ে সরকার আলোচনায় রাজি নয় বলে অভিযোগ তুলেছেন বামেরা।
আজ বিধানসভায় শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিন। এবারের অধিবেশনে ১৪ টি বিল আনা হবে। যার মধ্যে অন্যতম সিডি, ডিভিডিতে পাইরেসি রুখতে বিশেষ বিল।  ২০১১ সালে সংশোধনী বিল এনে নিউ টাউনের নাম জ্যোতি বসু নগর করার সিদ্ধান্ত নিয়েছিল তত্‍কালীন সরকার।
চলতি অধিবেশনেই ওই বিলটি প্রত্যাহার করে নিতে চলেছে রাজ্য সরকার। এই অধিবেশন চলবে আগামী ছয়ই ডিসেম্বর পর্যন্ত। ২১ ও ২২ নভেম্বর দুদিন পুর নির্বাচনের জন্য বিধানসভা বন্ধ থাকবে। চার থেকে ছয় তারিখ বিধানসভার প্ল্যাটিনাম জুবিলি উদযাপন হবে। অংশ নেবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং লোকসভার অধ্যক্ষ মীরা কুমার।

.