দুই ফুলের পাঞ্জা লড়াইয়ে ব্যাকফুটে বামেরা!

পুরসভা নির্বাচনের দামামা বাজার আগেই ভোটের ময়দানে পাঞ্জা লড়ছে তৃণমূল-বিজেপি। ঘাসফুল আর পদ্মফুল এই দুইয়ের লড়াইয়ে কিছুটা কী ব্যাকফুটে বাম শিবির?

Updated By: Nov 4, 2014, 04:46 PM IST
দুই ফুলের পাঞ্জা লড়াইয়ে ব্যাকফুটে বামেরা!

ওয়েব ডেস্ক: পুরসভা নির্বাচনের দামামা বাজার আগেই ভোটের ময়দানে পাঞ্জা লড়ছে তৃণমূল-বিজেপি। ঘাসফুল আর পদ্মফুল এই দুইয়ের লড়াইয়ে কিছুটা কী ব্যাকফুটে বাম শিবির?

ছোট লালবাড়ির দখল নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। শুধু কলকাতা কর্পোরেশন নয়, রাজ্যজুড়ে  মোট ৮১টি পুরসভার নির্বাচন। ২০১৬ বিধানসভা ভোটের আগে এই পুরভোটই শক্তি পরীক্ষার শেষ সুযোগ। বসিরহাট ও চৌরঙ্গি বিধানসভা উপনির্বাচনেও দাঁত ফোটাতে পারেনি বামেরা। দুই কেন্দ্রেও জামানত বাজেয়াপ্ত হয়েছে তাদের। তাসত্বেও সেভাবে রাস্তায় নামতে দেখা যাচ্ছে না বাম নেতাদের। কেন?

সারদা থেকে খাগড়াগড় কাণ্ড। সব ইস্যুতেই বামেদের আগে রাস্তায় নেমে পড়েছে বিজেপি। শাসক-বিরোধী প্রচারের ফায়দাও বাম শিবির থেকে গেরুয়া শিবিরে আসতে শুরু করেছে।

.