মেজাজে মদন, দাবি করলেন ২০০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরছে তৃণমূল

জোট নয়। সরকার গড়বে তৃণমূলই। আর সেই সরকারে আবার মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ ঘণ্টাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাতকারে মদন মিত্র দাবি করলেন, ২০০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরছে তৃণমূল কংগ্রেস।

Updated By: May 5, 2016, 08:58 AM IST
মেজাজে মদন, দাবি করলেন ২০০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরছে তৃণমূল

ওয়েব ডেস্ক : জোট নয়। সরকার গড়বে তৃণমূলই। আর সেই সরকারে আবার মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ ঘণ্টাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাতকারে মদন মিত্র দাবি করলেন, ২০০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরছে তৃণমূল কংগ্রেস।

একইসঙ্গে তাঁর দাবি, কামারহাটিতে তিনিই জিতছেন। জিতছেন পাঁচ হাজারের বেশি ভোটে। পাশাপাশি, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও ক্ষোভ ব্যক্ত করলেন প্রাক্তন মন্ত্রী। বললেন, “পুলিসের ভূমিকা নিয়ে আর কী বলার আছে। পুলিস পুলিসের কাজ করেছে। পুলিসকে যা নির্দেশ দেওয়া হয়েছে, পুলিস তাই করেছে।”

শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে SSKM হাসপাতালে ভর্তি মদন মিত্র। সেখানেই চোখ দেখাতে যাওয়ার ফাঁকে চব্বিশ ঘণ্টার প্রতিনিধির সঙ্গে কথা বলেন কামারহাটির তৃণমূল প্রার্থী।

.