কন্যাশ্রী প্রকল্পে গাফিলতি বরদাস্ত নয়, সূচনায় সাফ জানালেন মমতা

কন্যাশ্রী প্রকল্পে গাফিলতি বরদাস্ত করা হবে না। প্রকল্পের সূচনা করে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী স্কুল সিলেবাসের বোঝা হালকা করারও ইঙ্গিত দিয়েছেন।  

Updated By: Oct 1, 2013, 04:40 PM IST

কন্যাশ্রী প্রকল্পে গাফিলতি বরদাস্ত করা হবে না। প্রকল্পের সূচনা করে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী স্কুল সিলেবাসের বোঝা হালকা করারও ইঙ্গিত দিয়েছেন।  
আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কন্যাশ্রী প্রকল্পের সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দফায় দশ হাজার স্কুলছাত্রীকে পাঁচশো টাকা করে অনুদান দিল রাজ্য সরকার। এককালীন ২৫ হাজার টাকা করে অর্থ সাহায্য করা হয়েছে ২২৩ জন ছাত্রীকে। 
এই প্রকল্পে গোটা রাজ্যের ১৩ থেকে ১৮ বছরের ১৮ লক্ষ ছাত্রী অনুদান পাবেন। এককালীন ২৫ হাজার টাকা অনুদান পাবেন ১৮ বেশি বয়সী অবিবাহিত এক লক্ষ ছাত্রী। পারিবারিক আয় বছরে ১ লক্ষ ২০ হাজার টাকার কম হলে এই অনুদান দেওয়া হবে।

.