তৃণমূলের হয়ে প্রচারে নামুন, বৈঠকে আন্না হাজারেকে আর্জি মমতার

তৃণমূলের হয়ে প্রচারে নামুন আন্না হাজারে। আজ, মঙ্গলবার দিল্লিতে আন্নার সঙ্গে বৈঠক করে এমনই আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আন্না হাজারেও তৃণমূল নেত্রীর আর্জি বিবেচনার আশ্বাস দিয়েছেন। আগামিকাল যৌথ সাংবাদিক বৈঠকেই তৃণমূলের হয়ে প্রচারের সিদ্ধান্তটা ঘোষণা করবেন আন্না হাজারে।

Updated By: Feb 18, 2014, 11:22 PM IST

তৃণমূলের হয়ে প্রচারে নামুন আন্না হাজারে। আজ, মঙ্গলবার দিল্লিতে আন্নার সঙ্গে বৈঠক করে এমনই আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আন্না হাজারেও তৃণমূল নেত্রীর আর্জি বিবেচনার আশ্বাস দিয়েছেন। আগামিকাল যৌথ সাংবাদিক বৈঠকেই তৃণমূলের হয়ে প্রচারের সিদ্ধান্তটা ঘোষণা করবেন আন্না হাজারে।

তৃণমূলের হয়ে কী লোকসভা প্রচারে নামবেন তিনি। জল্পনাটা শুরু হয়েছিল গত সপ্তাহেই। কারণ তৃণমূল নেত্রীর প্রশংসায় পঞ্চমুখ হন আন্না হাজারে। তাঁর ১৭ দফা প্রস্তাবকে সমর্থন জানিয়ে আগেই চিঠি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই উদ্যোগী হয় তৃণমূলও। রালেগাঁ সিদ্দিতে পৌছে যান মুকুল রায়।

আর মঙ্গলবার দিল্লিতে আন্না হাজারের সঙ্গে দেখা করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একঘণ্টারও বেশি সময় কথা হয় তাঁদের। এই বৈঠকেই তৃণমূলের হয়ে প্রচারের জন্য আন্নাকে আর্জি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আর্জি বিবেচনার আশ্বাসও দিয়েছেন আন্না। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতিকে যে তিনি সমর্থন করেন, তাও আরও একবার স্পষ্ট করেছেন আন্না।

বুধবার আন্না হাজারের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, মনে করা হচ্ছে, লোকসভা ভোটে দলের হয়ে প্রচারের জন্য আন্নাকে সম্ভবত পাশে পেতে চলেছে তৃণমূল।

.