দলীয় কোন্দল মেটাতে ময়দানে মমতা

ঝগড়া থামিয়ে অবিলম্বে কাজে মন দেওয়ার জন্য দলের নেতাদের নির্দেশ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নিজের বাড়িতে দক্ষিণ চব্বিশ পরগনার নেতাদের নিয়ে বৈঠকে বসেন তিনি। একের পর এক গোষ্ঠী কোন্দলে দল যে জর্জরিত, তা কার্যত স্বীকার করে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যজুড়ে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন হয়েছেন বেশ কয়েকজন নেতা-কর্মী। উদ্বিগ্ন তৃণমূল কংগ্রেস নেত্রী বুঝতে পারছেন, পঞ্চায়েত নির্বাচনে এর বিরূপ প্রভাব পড়বে। সেকারণেই বিভিন্ন জেলার নেতাদের নিয়ে আলাদা করে বৈঠক সারছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Updated By: Dec 8, 2012, 07:39 PM IST

ঝগড়া থামিয়ে অবিলম্বে কাজে মন দেওয়ার জন্য দলের নেতাদের নির্দেশ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নিজের বাড়িতে দক্ষিণ চব্বিশ পরগনার নেতাদের নিয়ে বৈঠকে বসেন তিনি। একের পর এক গোষ্ঠী কোন্দলে দল যে জর্জরিত, তা কার্যত স্বীকার করে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যজুড়ে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন হয়েছেন বেশ কয়েকজন নেতা-কর্মী। উদ্বিগ্ন তৃণমূল কংগ্রেস নেত্রী বুঝতে পারছেন, পঞ্চায়েত নির্বাচনে এর বিরূপ প্রভাব পড়বে। সেকারণেই বিভিন্ন জেলার নেতাদের নিয়ে আলাদা করে বৈঠক সারছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এর আগে বৈঠকে উত্তর ২৪ পরগনার নেতাদের গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল নেত্রী । একইসঙ্গে গ্রামে উন্নয়নের কাজ যে আশানুরূপ হচ্ছে না নেতাদের সঙ্গে বৈঠকে তাও স্বীকার করে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের নেতাদের নির্দেশ দেন, ঝগড়া ভুলে পঞ্চায়েত নির্বাচনের আগে উন্নয়নের কাজকেই পাখির চোখ করতে। তবে, নেতাদের গোষ্ঠীকোন্দল থামাতে বললেও শনিবারের বৈঠকেও দলীয় কোন্দলের ছবিটাই ছিল স্পষ্ট। সদ্য মন্ত্রীত্ব হারানোয় ক্ষুব্ধ শ্যামল মণ্ডল। ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রীর বাড়ির বৈঠক বয়কট করেন তিনি। অনুপস্থিতির তালিকায় ছিলেন ডায়মন্ডহারবারের সাংসদ সোমেন মিত্র। যাঁর সঙ্গে বেশ কিছুদিন ধরেই দলের টানাপোড়েন চলছে সেই সোমেন মিত্রও অনুপস্থিত ছিলেন এই বৈঠকে।

.