৩০ জানুয়ারি পর্যন্ত আপাতত হাজতেই বাস মদনের

৩০ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের মেয়াদ বাড়ল পরিবহণমন্ত্রীর। এদিন দিনভর সিবিআই এবং মদন মিত্রের আইনজীবীদের সওয়াল জবাবে সরগরম ছিল আদালত চত্বর।  

Updated By: Jan 16, 2015, 06:58 PM IST
৩০ জানুয়ারি পর্যন্ত আপাতত হাজতেই বাস মদনের

কলকাতা: ৩০ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের মেয়াদ বাড়ল পরিবহণমন্ত্রীর। এদিন দিনভর সিবিআই এবং মদন মিত্রের আইনজীবীদের সওয়াল জবাবে সরগরম ছিল আদালত চত্বর।  

৩০ জানুয়ারি পর্যন্ত মদন মিত্রের জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। একইসঙ্গে জেলে থাকাকালীন মদন মিত্রকে জেরাও করতে পারবে সিবিআই।

১৭ থেকে ২৪ জানুয়ারির মধ্যে জেলে গিয়ে মদন মিত্রকে জেরা করতে পারবেন সিবিআইয়ের গোয়েন্দারা। অন্যদিকে জেলে জেরার সময় যাতে হাজির থাকতে পারেন সে বিষয়ে আদালতে আর্জি জানিয়েছেন মদন মিত্রের আইনজীবী।

মদন মিত্রের অনুগামীদের বিশৃঙ্খলায় বিঘ্নিত হল আদালতের স্বাভাবিক কাজকর্ম। মদন মিত্রকে আদালতে নিয়ে আসা হলে প্রায় ২০০ থেকে ৩০০ দলীয় সমর্থক আদালত চত্বরে ঢুকে পড়ে। আইনজীবীদের সওয়াল জবাব শোনা যাচ্ছিল না। এরপরই ক্ষোভ প্রকাশ করেন বিচারক। হই হট্টগোলের জেরে একসময় শুনানি থামিয়ে দেন বিচারক।

মদন মিত্রের ১৪  দিনের জেল হেফাজতের আর্জি জানায় সিবিআই। একইসঙ্গে জেলে গিয়ে মদন মিত্রকে জিজ্ঞাসাবাদের জন্যও সওয়াল করেন সিবিআইয়ের আইনজীবী। অন্যদিকে মদন মিত্রের আইনজীবী আদালতে অভিযোগ করেন সিবিআই সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। মদন মিত্রের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ থাকলে কেন একজন স্বাক্ষীরও গোপন জবানবন্দি নেওয়া হল না সেই প্রশ্নও করেন মদন মিত্রের আইনজীবী। 

.