ওয়ার্মারে শিশু মৃত্যু কাণ্ডে প্রিন্সিপাল এবং সুপারকে শো কজ করা হল

মেডিকেলে রেডিয়ান্ট ওয়ার্মারে শিশু মৃত্যুর ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়া হল। শো কজ করা হল প্রিন্সপাল এবং সুপারকে।

Updated By: Nov 27, 2015, 01:51 PM IST
ওয়ার্মারে শিশু মৃত্যু কাণ্ডে  প্রিন্সিপাল এবং সুপারকে শো কজ করা হল

ওয়েব ডেস্ক: মেডিকেলে রেডিয়ান্ট ওয়ার্মারে শিশু মৃত্যুর ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়া হল। শো কজ করা হল প্রিন্সপাল এবং সুপারকে।
কর্তব্যরত নার্সের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্তের তালিকায় রয়েছেন ১২ জন নার্স এবং চিকিত্‍সক। বাকি অভিযুক্তদের অন্যত্র বদলি করা হচ্ছে।
বদলি করা হচ্ছে বিভাগীয় প্রধানকেও। মুখ্যমন্ত্রী নিজেই নাকি এই শাস্তির ব্যবস্থা নিয়েছেন। তিনি নিজেই অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির ফাইলে সই করেছেন।
প্রসঙ্গত, যেখানে শিশুকে বাঁচানোর কথা, সেই ওয়ার্মারে পুড়ে গিয়ে কীভাবে দুই শিশুর মৃত্যু হল, এটা নিয়ে নড়েচড়ে বসে প্রচারমাধ্যম থেকে সাধারণ মানুষ।
আবেগের বিষয়। তাই মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাস্থ্যমন্ত্রীও বটে। তাই তিনি নিজেই অভিযুক্তদের শাস্তির বিষয়ে হস্তক্ষেপ করেছেন।

.