এবারের পুজোয় মেট্রো রেলের নির্ঘণ্ট

প্রতি বছরের মতো এবারও পুজোয় সারারাত চলবে মেট্রো। সপ্তমী থেকে দশমী পর্যন্ত মেট্রো রেলের বিশেষ সময়সারণী আজ প্রকাশ করা হয়েছে। তবে সকালের দিকে থাকবে না মেট্রো। চলবে দুপুর একটা চল্লিশ থেকে ।  পুজোয় জনপ্লাবনে ভাসবে কলকাতা। ঠাকুর দেখতে বেরনো মানুষজনের সুবিধার জন্য এবারও বিশেষ ব্যবস্থা নিয়ে হাজির মেট্রো রেল। পয়লা অক্টোবর থেকে তেসরা অক্টোবর অর্থাত্‍ সপ্তমী থেকে দশমী পর্যন্ত বিশেষ সময়সারণী মেনে চলবে মেট্রো।

Updated By: Sep 26, 2014, 08:03 PM IST
এবারের পুজোয় মেট্রো রেলের নির্ঘণ্ট

কলকাতা: প্রতি বছরের মতো এবারও পুজোয় সারারাত চলবে মেট্রো। সপ্তমী থেকে দশমী পর্যন্ত মেট্রো রেলের বিশেষ সময়সারণী আজ প্রকাশ করা হয়েছে। তবে সকালের দিকে থাকবে না মেট্রো। চলবে দুপুর একটা চল্লিশ থেকে ।  পুজোয় জনপ্লাবনে ভাসবে কলকাতা। ঠাকুর দেখতে বেরনো মানুষজনের সুবিধার জন্য এবারও বিশেষ ব্যবস্থা নিয়ে হাজির মেট্রো রেল। পয়লা অক্টোবর থেকে তেসরা অক্টোবর অর্থাত্‍ সপ্তমী থেকে দশমী পর্যন্ত বিশেষ সময়সারণী মেনে চলবে মেট্রো।

পয়লা অক্টোবর অর্থাত্‍ সপ্তমীর দিন, দুপুর ১ টা ৪০ থেকে দুটো পর্যন্ত ২০ মিনিট অন্তর চলবে মেট্রো।
দুপুর ২টো থেকে সন্ধে ৬টা পর্যন্ত ১০ মিনিট অন্তর মেট্রো চলবে।  
সন্ধে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ৮ মিনিট অন্তর মেট্রো পাবেন যাত্রীরা।
রাত ১০টা থেকে ভোর চারটে পর্যন্ত ১৫ মিনিট পরপর চলবে মেট্রো।

২ অক্টোবর, অষ্টমীর দিন
দুপুর ১টা ৪০ থেকে ২ টো পর্যন্ত ২০ মিনিট অন্তর চলবে ।
দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত দশ মিনিট অন্তর মেট্রো চলবে।  
বিকেল ৫ টা থেকে রাত ১২টা পর্যন্ত ৭ মিনিট অন্তর মেট্রো পাবেন যাত্রীরা।
রাত ১০টা থেকে ভোর ৪টে পর্যন্ত ১৫ মিনিট পরপর চলবে মেট্রো।

এবছর নবমী এবং দশমী একদিনে পড়েছে। ফলে তেসরা অক্টোবর,
দুপুর ১টা ৪০ থেকে ২টো পর্যন্ত ২০ মিনিট অন্তর চলবে মেট্রো।
দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত ১০ মিনিট অন্তর  চলবে।  
বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত ৭ মিনিট পরপর চলবে মেট্রো।
এবং রাত ১০টা থেকে ভোর ৪টে পর্যন্ত ১৫ মিনিট অন্তর মেট্রো পাবেন যাত্রীরা।  

পুজোয় বাড়তি ভিড়ের চাপ সামাল দিতে আগেভাগে তত্‍পর মেট্রো কর্তৃপক্ষ। ওই সময় পরিষেবায় যাতে কোনও সমস্যা না হয় সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা।  

 

.