দীর্ঘ দেড় ঘণ্টার বিপত্তি কাটিয়ে স্বাভাবিক মেট্রো পরিষেবা, সমস্যায় নিত্যযাত্রীরা

যান্ত্রিক বিভ্রাটে ফের বিঘ্নিত মেট্রো পরিষেবা। সকাল ৯.১৫টা নাগাদ মহাত্মা গান্ধী রোড স্টেশনের ডাউন লাইনে একটি ট্রেন বিকল হয়ে পড়ে। যার জেরে বন্ধ হয়ে গেছে পরিষেবা। আপাতত কবি সুভাষ থেকে ময়দান এবং গিরিশ পার্ক থেকে দমদম পর্যন্ত ট্রেন চলাচল করছে। অফিস টাইমে মেট্রো পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।

Updated By: Dec 3, 2013, 11:10 AM IST

দেড় ঘণ্টা সমস্যার পর অবশেষে স্বাভাবিক হল মেট্রো পরিষেবা। সকাল ৯.১৫টা নাগাদ মহাত্মা গান্ধী রোড স্টেশনের ডাউন লাইনে একটি ট্রেন বিকল হয়ে পড়ে। যার জেরে দেড় ঘণ্টা ধরে ডাউন লাইন পরিষেবা বন্ধ ছিল।

সকাল ৯.১৫টা নাগাদ মহাত্মা গান্ধী রোড স্টেশনের ডাউন লাইনে এই ট্রেনটি বিকল হয়ে পড়ে। পরে বিকল ট্রেনটি সারানো হয়। সকালে কবি সুভাষ থেকে ময়দান এবং গিরিশ পার্ক থেকে দমদম পর্যন্ত ট্রেন চলাচল করছে। অফিস টাইমে মেট্রো পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।

ভাড়া বাড়ানোর পর যাত্রীদের মধ্যে ক্ষোভ ছিলই। আজকের এই বিভ্রাটের মধ্যে নিত্যযাত্রীরা ক্ষোভে চরমে পৌঁছয়।

.