MPS-এর সব অফিস-রিসর্ট বন্ধের নির্দেশ আদালতের, রোজভ্যালির আর্জি খারিজ

চব্বিশ ঘণ্টার মধ্যে বেআইনি অর্থলগ্নি সংস্থা এমপিএসের সব অফিস, রিসর্ট বন্ধ করতে হবে। আজ এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রোজভ্যালির ফ্রিজ হয়ে যাওয়া ২৬টি অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা তোলার আর্জিও খারিজ হয়ে গেল।

Updated By: Mar 30, 2015, 10:43 PM IST

ওয়েব ডেস্ক: চব্বিশ ঘণ্টার মধ্যে বেআইনি অর্থলগ্নি সংস্থা এমপিএসের সব অফিস, রিসর্ট বন্ধ করতে হবে। আজ এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রোজভ্যালির ফ্রিজ হয়ে যাওয়া ২৬টি অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা তোলার আর্জিও খারিজ হয়ে গেল।
 
বেআইনি অর্থলগ্নি সংস্থা এমপিএসের কর্ণধার প্রমথনাথ মান্নাকে  আগেই গ্রেফতার করেছিল পুলিস। এবার প্রতারিত আমানতকারীদের দায়ের করা মামলায় আরও কড়া নিদান দিল হাইকোর্ট। আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে সংস্থার  দুশো তিরিশটি অফিস, রিসর্ট বন্ধ করতে  নির্দেশ দিলেন বিচারপতি সৌমিত্র পাল। রাজ্য সরকার , ডিজি এবং বিধাননগর কমিশনারেটকে এই অফিসগুলি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে রিপোর্ট দিতে হবে সেবি, সিবিআই, ইডি , এসএফআইওকে ।

বেআইনি অর্থলগ্নি সংস্থা  ইলোরা ইন্টারন্যাশনালের বিরুদ্ধে সিবিআই চেয়ে জনস্বার্থ  মামলা দায়ের  হল হাইকোর্টে। দক্ষিণ চব্বিশ পরগনার সাগরে মূল ব্যবসা শুরু করে সংস্থাটি।

সোমবার হাইকোর্টে ধাক্কা খেল রোজভ্যালি।   সংস্থার ফ্রিজ হয়ে যাওয়া ছাব্বিশোটি অ্যাকাউন্টের নিষেধাজ্ঞা তোলার আর্জি জানিয়েছিলেন গৌতম কুণ্ডু। সোমবার সেই আর্জি খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশনবেঞ্চ ।  তিন মাসের মধ্যে ইডি তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আদালত। 

.