বইপাড়ায় শেষ শ্রদ্ধা নবারুণকে, সম্পন্ন হল শেষকৃত্য

Updated By: Aug 1, 2014, 03:36 PM IST
বইপাড়ায় শেষ শ্রদ্ধা নবারুণকে, সম্পন্ন হল শেষকৃত্য

সাহিত্যিক নবারুণ ভট্টাচার্যের শেষকৃত্য সম্পন্ন হল। গতকাল রাতভর তাঁর দেহ পিস হাভেনে ছিল। আজ সকাল ন-টা দশ নাগাদ প্রথমে দেহ নিয়ে যাওয়া হয় ক্রিক রোতে সিপিআইএমএল-এর দফতরে। সিপিআইএমএল-এর সাংস্কৃতিক সংগঠন 'গণসাংস্কৃতিক পরিষদের' সভাপতি ছিলেন প্রথিতযশা এই সাহিত্যিক। সেখানে সিপিআইএমএল-এর কর্মী-সমর্থকরা তাঁকে শ্রদ্ধা জানান।

সকাল পৌনে দশটা নাগাদ তাঁর দেহ পৌছয় কলেজ স্ট্রিটে বইপাড়ায়। সেখানে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয় প্রয়াত সাহিত্যিককে। বিভিন্ন প্রকাশনা সংস্থার তরফ থেকেও শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। সেখানেই শেষ শ্রদ্ধা জানাতে আসেন কবি শঙ্খ ঘোষ। যতক্ষণ মরদেহ সেখানে শায়িত ছিল ততক্ষণ তিনিও ছিলেন সেখানে। এসেছিলেন বহু লেখক-কবি। এরপর দেহ পৌছয় প্রয়াত সাহিত্যিকের গল্ফগ্রিনের বাড়িতে। সেখান থেকেই দেহ নিয়ে যাওয়া হবে কেওড়াতলা মহাশ্মশানে।

.