"নেতা নয়, এই মুহূর্তে দেশের প্রয়োজন বিকল্প নীতি"

বিজেপির সঙ্গে তৃণমূলের ভোট পরবর্তী সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না সিপিআইএম। আজ সন্তোষপুরে প্রচার সমাবেশে সিপিআইএম পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি বলেন, অতীতে ইউপিএ এবং এনডিএ-র সরকারে থেকেছে তৃণমূল। একই সঙ্গে অকংগ্রেসি এবং অবিজেপি তৃতীয় বিকল্প যে তৃণমূলকে ছাড়াও সম্ভব, সেকথাও জানিয়ে দিয়েছেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য।

Updated By: Feb 2, 2014, 09:51 PM IST

বিজেপির সঙ্গে তৃণমূলের ভোট পরবর্তী সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না সিপিআইএম। আজ সন্তোষপুরে প্রচার সমাবেশে সিপিআইএম পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি বলেন, অতীতে ইউপিএ এবং এনডিএ-র সরকারে থেকেছে তৃণমূল। একই সঙ্গে অকংগ্রেসি এবং অবিজেপি তৃতীয় বিকল্প যে তৃণমূলকে ছাড়াও সম্ভব, সেকথাও জানিয়ে দিয়েছেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য।

তিরিশে জানুয়ারি ব্রিগেডে একলা চলোর ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রী। কিন্তু, লোকসভা ভোটের পর? সিপিআইএম পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরির কটাক্ষ, অতীতে ইউপিএ এবং এনডিএ-র হাত ধরে ক্ষমতার অলিন্দে থেকে এসেছে তৃণমূল।

লোকসভা ভোটকে সামনে রেখে অকংগ্রেসি-অবিজেপি বিকল্পের কথা ভাবতে শুরু করেছে বামেরা।

বুধবার ব্রিগেডে সমাবেশ করতে আসছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। গত ৩০ জানুয়ারি ব্রিগেডে সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিআইএম পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরির কটাক্ষ, প্রধানমন্ত্রিত্বের দৌড়েই এখন নাম লিখিয়েছে রাজনৈতিক দলগুলি।

নীতি নিয়ে তৃণমূলনেত্রীকেও তোপ দেগেছেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য।

নেতা নয়, এই মুহূর্তে দেশের প্রয়োজন বিকল্প নীতি। আজ সন্তোষপুরে প্রচার সমাবেশে এই আহ্বানই জানালেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি। তিনি বলেন, কে প্রধানমন্ত্রী হবেন, তা নিয়েই এখন ব্যস্ত অন্য রাজনৈতিক দলগুলি। কিন্তু বামেরা চায়, নতুন দেশ গড়তে।

.