নেটওয়ার্ক সমস্যা, ভূমিকম্পে ফোনে লাইন পাওয়া যাচ্ছে না

ভূমিকম্পের ফলে শহরে ফোনের নেটওয়ার্কে সমস্যা হচ্ছে। অনেকের ফোনেই বারবার চেষ্টার পরেও পাওয়া যাচ্ছে না। নেটওয়ার্ক প্রোভাইডিং সংস্থাগুলি অবশ্য  ৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজ্যে। ফলে উদ্বেগ তৈরি হয়। ফোনের লাইন না পাওয়া যাওয়ার অনেকেই চিন্তিত।

Updated By: Aug 24, 2016, 04:36 PM IST
নেটওয়ার্ক সমস্যা, ভূমিকম্পে ফোনে লাইন পাওয়া যাচ্ছে না

ওয়েব ডেস্ক: ভূমিকম্পের ফলে শহরে ফোনের নেটওয়ার্কে সমস্যা হচ্ছে। অনেকের ফোনেই বারবার চেষ্টার পরেও পাওয়া যাচ্ছে না। নেটওয়ার্ক প্রোভাইডিং সংস্থাগুলি অবশ্য  ৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজ্যে। ফলে উদ্বেগ তৈরি হয়। ফোনের লাইন না পাওয়া যাওয়ার অনেকেই চিন্তিত।

পড়ুন-ভূমিকম্পের সব খবর

কেঁপে উঠল শহর কলকাতা। প্রথমে হাল্কা। তারপর বেশ বোঝা গেল। পর পর বেশ কয়েক বার। বিকেল ৪টে নাগাদ কেঁপে উঠল শহরের বিস্তীর্ণ অঞ্চল। কম্পন বোঝা যেতেই হুড়োহুড়ি পড়ে যায় বহুতলগুলিতে। মানুষ নীচে নেমে আসতে থাকে। কলকাতা মেট্রো থেকে নামানো হয় যাত্রীদের।  

কম্পন বোঝা গেল জেলার বেশ কিছু অংশেও। মালদা, বালুরঘাট, বীরভূমে কম্পন অনুভূত হয়।  রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৬ মাত্রা।

.