সদ্যোজাত কন্যা সন্তান উদ্ধার এয়ারপোর্ট থানার গ্রিন পার্ক এলাকায়

সদ্যোজাত কন্যা সন্তান উদ্ধার এয়ারপোর্ট থানার গ্রিন পার্ক এলাকায়। হঠাত্‍ করেই স্থানীয় মানুষজনের নজরে আসে বিষয়টি। চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়রাই শিশুটিকে উদ্ধার করে। তারপরই পুলিসে খবর দেয় তারা। শিশুটির শারীরিক অবস্থা প্রাথমিকভাবে পরীক্ষা করে সঙ্গে সঙ্গে তাকে এরপর বারাসত হাসপাতালে নিয়ে যায়। বারাসাত হাসপাতালে শিশুটিকে পরীক্ষা করার পর সেখান থেকে তাকে শিশু হাসপাতালে রেফার করা হয়।

Updated By: Jan 28, 2017, 08:36 AM IST
 সদ্যোজাত কন্যা সন্তান উদ্ধার এয়ারপোর্ট থানার গ্রিন পার্ক এলাকায়

ওয়েব ডেস্ক: সদ্যোজাত কন্যা সন্তান উদ্ধার এয়ারপোর্ট থানার গ্রিন পার্ক এলাকায়। হঠাত্‍ করেই স্থানীয় মানুষজনের নজরে আসে বিষয়টি। চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়রাই শিশুটিকে উদ্ধার করে। তারপরই পুলিসে খবর দেয় তারা। শিশুটির শারীরিক অবস্থা প্রাথমিকভাবে পরীক্ষা করে সঙ্গে সঙ্গে তাকে এরপর বারাসত হাসপাতালে নিয়ে যায়। বারাসাত হাসপাতালে শিশুটিকে পরীক্ষা করার পর সেখান থেকে তাকে শিশু হাসপাতালে রেফার করা হয়।

আরও পড়ুন সরকারি চাকরির আবেদনের জন্য বয়ঃসীমা বেড়ে গেল

কে বা কারা সদ্যোজাত কন্যা সন্তানটিকে এভাবে রাস্তায় ফেলে রেখে গেল, তার তদন্ত শুরু করেছে পুলিস। এখনও পর্যন্ত অবশ্য জানা যায়নি কে বা কারা কাজটি করেছে।

আরও পড়ুন  প্রতিবেশীদের সাথে বিবাদের জের, কুপিয়ে খুনের চেষ্টা এক কিশোরকে

.