প্রেসিডেন্সিতে `আপত্তিকর` কাজকর্ম রোধে এল পিতলের কড়া, লাগল নতুন তালা

প্রথমে নেশা আর নেশার ঘোরে বিশ্ববিদ্যালয়ের ক্লাসের মধ্যেই আপত্তিকর কাজকর্ম। গত কয়েক মাসে একের পর এক ঘটনায় নাজেহাল রাজ্যের এলিট বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি। মুশকিল আসানে তাই এবার ভরসা পিতলের কড়া। ছুটির পরে ক্লাসরুমে ছাত্রছাত্রীদের অপকর্ম আটকাতে গতকালই প্রেসিডেন্সির ১৭ ঘরে বসল পিতলের কড়া। লাগল নতুন তালা।  

Updated By: Nov 21, 2013, 09:50 PM IST

প্রথমে নেশা আর নেশার ঘোরে বিশ্ববিদ্যালয়ের ক্লাসের মধ্যেই আপত্তিকর কাজকর্ম। গত কয়েক মাসে একের পর এক ঘটনায় নাজেহাল রাজ্যের এলিট বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি। মুশকিল আসানে তাই এবার ভরসা পিতলের কড়া। ছুটির পরে ক্লাসরুমে ছাত্রছাত্রীদের অপকর্ম আটকাতে গতকালই প্রেসিডেন্সির ১৭ ঘরে বসল পিতলের কড়া। লাগল নতুন তালা।  
ক্লাসে চলছে পরীক্ষা্। কিন্তু সেই পরীক্ষার মধ্যেই হঠাত্ অজ্ঞান ছাত্র। অধ্যাপক কাছে যেতেই নাকে গন্ধ। ব্যাগ থেকে বেরোল খালি দুটো মদের বোতল। আবার কখনও বা সোস্যাল নেটওর্য়াকিং সাইটে জলজল করছে ছাত্রের গর্বিত ছবি।  দিনের বেলায় প্রেসিডেন্সিতে রমরমিয়ে চলছে গাঁজার ঠেক। কিংবা গত ২৩ সেপ্টেম্বর কলেজ মাঠে নেশার ঘোরে আপত্তিকর অবস্থায় ছাত্রছাত্রীদের ধরা পড়া। গত কয়েক মাসে প্রেসিডেন্সিতে এই ধরনের ঘটনার নজির ভুরি ভুরি।
সাফাইকর্মীদের অনেকেই  ক্লাস পরিষ্কার করতে গিয়ে এমন কিছু জিনিসও ক্লাসরুম থেকে পেয়েছেন যা দেখে তা নিজেরাই লজ্জায় পড়ে গেছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর এর আগে নেশা করে দু এক জন ধরা পড়লেও প্রেসিডেন্সিতে অপকর্মের এই বাড়বাড়ন্ত কখনই ছিল না। ছাত্রছাত্রীদের সতর্ক করেও অপকর্ম আটকাতে পারেনি কর্তৃপক্ষ। সমস্যা মেটাতে এবার তাই পিতলের কড়াতেই ভরসা। বুধবারই বিশ্ববিদ্যালয়ের ১৭টি ক্লাসরুমের বাইরে  বসেছে পিতলে কড়া।  নিয়ম হয়েছে ক্লাস শেষে অবশ্যই সব ঘরে ঝোলাতে হবে তালা। কর্তৃপক্ষ অবশ্য এবিষয়ে  কিছু বলতে নারাজ। যদিও প্রেসিডেন্সির সঙ্গে দীর্ঘদিন যুক্ত অনেকেরই প্রশ্ন যে গতিতে বাড়ছে এই সব ঘটনা তাতে কড়ার কড়াকড়িতে কি সত্যিই সামলানো যাবে?
 

.