গানে, কথায়, চোখের জলে স্মরণে সুদীপ্ত

নজরল মঞ্চে সুদীপ্ত গুপ্তের স্মরণসভা। গানে, কথায়, চোখের জলে নিহত ছাত্রনেতাকে স্মরণ করলেন সবাই। উপচে পড়া ভিড়ে অনেকেই ভিতরে জায়গা পেলেন না। বাইরে সুদীপ্তর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন তাঁরা।

Updated By: Apr 17, 2013, 01:39 PM IST

নজরল মঞ্চে সুদীপ্ত গুপ্তের স্মরণসভা। গানে, কথায়, চোখের জলে নিহত ছাত্রনেতাকে স্মরণ করলেন সবাই। উপচে পড়া ভিড়ে অনেকেই ভিতরে জায়গা পেলেন না। বাইরে সুদীপ্তর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন তাঁরা।
ছেলেটা বাড়ি থেকে শেষবার বেরিয়েছিল ২ এপ্রিল। পরের দিন এসেছিল তাঁর দেহ। আজ একমাত্র ছেলের স্মরণসভায় উপস্থিত ছিলেন বাবা। ছবি ধরে কান্নায় ভেঙে পড়লেন তিনি। ভায়োলিনের সুরে বেজে উঠল সুদীপ্তকে শোনানো তার প্রিয় গান...
ভিড়ে ঠাসা নজরুল মঞ্চে ঠাঁই হল না অনেকেরই।  তখনও বাইরে অপেক্ষায় অসংখ্য মানুষ। বাইরেই সুদীপ্তর ছবিতে শ্রদ্ধা নিবেদন করেছেন অনেকে। নিহত ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তর স্মরণসভার জন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ভাড়া দিতে রাজি হয়নি রাজ্য সরকার। পুত্রহারা বাবার আক্ষেপ ইন্ডোর স্টেডিয়ামে জায়গা পেলে আরও অনেকে অংশ নিতে পারতেন।
 
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে

.