কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার সন্দেহভাজন ব্যক্তি
শনিবার কলকাতা থেকে ইম্ফল যাচ্ছিলেন সাজিদ। সাড়ে এগারোটায় ফ্লাইট থাকলেও সাড়ে দশটার মধ্যে সিকিউরিটি হোল্ডে না গিয়ে বারবার বাথরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করছিলেন তিনি।
নিজস্ব প্রতিবেদন: কলকাতা বিমানবন্দর থেকে সন্দেহভাজন ব্যক্তি গ্রেফতার। নাম সাজিদ হোসেন। তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা।
আরও পড়ুন: শিকার ধরতে এসে নিজেই ফাঁদে পড়ল চিতাবাঘ!
জানা গিয়েছে, শনিবার কলকাতা থেকে ইম্ফল যাচ্ছিলেন সাজিদ। সাড়ে এগারোটায় ফ্লাইট থাকলেও সাড়ে দশটার মধ্যে সিকিউরিটি হোল্ডে না গিয়ে বারবার বাথরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করছিলেন তিনি। এতেই সন্দেহ হয় সিআইএসএফ জওয়ানদের।
আরও পড়ুন: সুখী নতুন বউয়ের ব্যবহারে মুগ্ধ আত্মীয় থেকে প্রতিবেশীরা, কিন্তু আসলে এই মেয়ের জীবনে যা চলছিল...
সাজিদ হোসেনের ওপর নজর রাখতে শুরু করেন নিরাপত্তারক্ষীরা। সিসিটিভিতেও তাঁর ওপর নজর রাখা হয়। দেখা যায় তাঁর হাতে দুটি ব্যাগ রয়েছে। কিন্তু মাত্র একটি ব্যাগ নিয়ে ঘুরছেন। এরপরই তাঁকে সিআইএসএফ আটক করে জিজ্ঞাসাবাদ করে। তুলে দেওয়া হয় এন এস সিবিআই থানার হাতে। সাজিদের কথায় অসঙ্গতি রয়েছে বলে জানা গিয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিস।