বিক্ষোভ কর্মসূচিতে পার্শ্বশিক্ষকরা

এগারো মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগে রবিবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখান রাজ্যের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পার্শ্বশিক্ষকরা। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচিও নিয়েছিলেন তাঁরা।

Updated By: Mar 11, 2012, 09:41 PM IST

এগারো মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগে রবিবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখান রাজ্যের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পার্শ্বশিক্ষকরা। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচিও নিয়েছিলেন তাঁরা।
অ্যাসোসিয়েশনের উদ্যোগে বেলা সাড়ে বারোটায় গড়িয়াহাট মোড় থেকে মিছিল শুরু করেন তাঁরা। প্রায় একশোজন পার্শ্বশিক্ষক মিছিলে অংশ নেন। ঠিক ছিল, বিক্ষোভ মিছিল করে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত যাওয়া হবে। স্মারকলিপি দেওয়া হবে মমতা ব্যানার্জিকে। কিন্তু হাজরা মোড়ে পুলিস আটকে দেওয়ায়, পার্শ্বশিক্ষকরা মুখ্যমন্ত্রীর বাড়ি গিয়ে স্মারকলিপি জমা দিতে পারেননি। পুলিস মিছিল আটকানোয় হাজরা রোডে বসে পড়েন পার্শ্বশিক্ষকরা। পুলিস তাঁদের সরিয়ে দেয়। কয়েকজনকে গ্রেফতারও করা হয়। 

 

.