গার্ডেনরিচ পাইপ লাইনে ফাটল, জলের অভাবে দুর্ভোগ

গার্ডেনরিচের আটচল্লিশ ইঞ্চি পাইপ লাইনে ফাটল। নাকাল কলকাতার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। আলিপুর, নিউ আলিপুর, সন্তোষপুর, খিদিরপুর, ভবানীপুরে জল নেই। চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। বজবজ, মহেশতলা, পূজালি পুরসভার বিস্তীর্ণ অঞ্চল জলহীন। জলের অভাবে দুর্ভোগ সাধারণ মানুষ।

Updated By: Jul 29, 2015, 02:52 PM IST

ওয়েব ডেস্ক: গার্ডেনরিচের আটচল্লিশ ইঞ্চি পাইপ লাইনে ফাটল। নাকাল কলকাতার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। আলিপুর, নিউ আলিপুর, সন্তোষপুর, খিদিরপুর, ভবানীপুরে জল নেই। চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। বজবজ, মহেশতলা, পূজালি পুরসভার বিস্তীর্ণ অঞ্চল জলহীন। জলের অভাবে দুর্ভোগ সাধারণ মানুষ।

গোটা দক্ষিণ কলকাতা নির্জলা হয়ে পড়ার সম্ভাবনা। একে বৃষ্টি, তার ওপর জমা জল, দীর্ঘ প্রচেষ্টার পর ফাটল খুঁজে পেয়েছেন ইঞ্জিনিয়াররা। তবে কাজ শুরু করতে দেরি হওয়ায় আজ ফাটল মেরামত করা সম্ভব নয় বলে জানাচ্ছেন ইঞ্জিনিয়াররা। তবে কাল সকাল থেকে জল দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা।

.