প্রয়াত চিত্রশিল্পী প্রকাশ কর্মকার

মারা গেলেন বিশিষ্ট চিত্রশিল্পী প্রকাশ কর্মকার। বয়স হয়েছিল একাশি বছর। উনিশশো তেত্রিশ সালে কলকাতা শহরে জন্মেছিলেন। উজ্জ্বল রং এবং মোটা রেখার ব্যবহারে ছবিতে অন্য ঘরানা যোগ করেছিলেন তিনি। মূলত ল্যান্ডস্কেপ এবং ন্যুডস্ এর জন্য বিখ্যাত ছিলেন এই শিল্পী। দিল্লির ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট সহ দেশের বিভিন্ন সংগ্রহশালায় প্রকাশ কর্মকারের কীর্তি সমাদরের সঙ্গে স্থান করে নিয়েছে।

Updated By: Feb 24, 2014, 11:56 PM IST

মারা গেলেন বিশিষ্ট চিত্রশিল্পী প্রকাশ কর্মকার। বয়স হয়েছিল একাশি বছর। উনিশশো তেত্রিশ সালে কলকাতা শহরে জন্মেছিলেন। উজ্জ্বল রং এবং মোটা রেখার ব্যবহারে ছবিতে অন্য ঘরানা যোগ করেছিলেন তিনি। মূলত ল্যান্ডস্কেপ এবং ন্যুডস্ এর জন্য বিখ্যাত ছিলেন এই শিল্পী। দিল্লির ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট সহ দেশের বিভিন্ন সংগ্রহশালায় প্রকাশ কর্মকারের কীর্তি সমাদরের সঙ্গে স্থান করে নিয়েছে।

ললিত কলা অ্যাকাডেমি ন্যাশনাল অ্যাওয়ার্ড, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি অ্যাওয়ার্ড, বিড়লা অ্যাকাডেমি অফ আর্ট অ্যান্ড কালচার, অবনীন্দ্র পুরস্কার, এমন বহু সম্মানে সম্মানিত হয়েছেন তিনি। ফ্রান্সের আর্ট মিউজিয়মে অধ্যয়নের জন্য ফেলোশিপ পেয়েছিলেন। সোস্যাইটি অফ কনটেম্পোরারি আর্টিস্টস অ্যান্ড ক্যালকাটা পেন্টার্স এর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন প্রকাশ কর্মকার। বাবা প্রহ্লাদ কর্মকারও ছিলেন ভাল শিল্পী। কিন্তু নাম করে অর্থ উপার্জন তিনি করতে পারেননি। স্বাভাবিক ভাবেই ছোট থেকে দারিদ্রের সঙ্গে লড়াই করে বড় হয়েছিলেন প্রকাশ কর্মকার। সেই জীবন যন্ত্রণাও স্থান পেয়েছিল তাঁর ছবিতে। পড়তেন কলকাতা গভর্নমেন্ট কলেজে। উনিশশো উনপঞ্চাশ সালে বাবা-মায়ের মৃত্যুর পর প্রকাশ কর্মকার আর্ট নিয়ে পড়া ছেড়ে দেন। সেনাবাহিনীতে যোগ দেন তিনি। কিন্তু সৃষ্টির টানে বন্দুক ছেড়ে ফের তুলি ধরেন। এমন বর্ণময় চরিত্রের জীবনপথে ছেদ পড়ে গেল সোমবার।

.