প্রেসিডেন্সিকে আলাদা তকমা নয়: ব্রাত্য বসু

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালের জন্য কোনও স্বতন্ত্র আইন বা নিয়ম হচ্ছে না। রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর মত একই আইন প্রযোজ্য থাকছে প্রেসিডেন্সিতে। এর আগে, মেন্টর গ্রুপ প্রেসিডেন্সিতে নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে নির্দিষ্ট প্রস্তাব রেখেছিল।তাতে রাজ্যের অন্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রেসিডেন্সিকে আলাদা ভাবে দেখার কথা বলা হয়েছিল। বিতর্কের সূত্রপাত সেখান থেকেই।

Updated By: Sep 28, 2011, 06:40 PM IST

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালের জন্য কোনও স্বতন্ত্র আইন বা নিয়ম হচ্ছে। রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর মত একই আইন প্রযোজ্য থাকছে প্রেসিডেন্সিতে। এর আগে, মেন্টর গ্রুপ প্রেসিডেন্সিতে নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে নির্দিষ্ট প্রস্তাব রেখেছিল।তাতে রাজ্যের অন্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রেসিডেন্সিকে আলাদা ভাবে দেখার কথা বলা হয়েছিল। বিতর্কের সূত্রপাত সেখান থেকেই। প্রশ্ন উঠেছিল, তবে কি রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উন্নতি নিয়ে সরকার একেবারেই চিন্তিত নয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মন্তব্যে অবশ্য সরকারের অবস্থান অনেকটাই স্পষ্ট হয়েছে। তিনি জানিয়েছেন এক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গী সমস্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই সমান। কাজেই মেন্টর গ্রুপের সুপারিশ মেনে সরকারপ্রেসিডেন্সিকে কোনও আলাদা তকমা দিচ্ছে না। আপাতত প্রেসিডেন্সি রাজ্য সরকারের অধীন একটি বিশ্ববিদ্যালয় হয়েই থাকছে।

.