প্রেসিডেন্সির উপাচার্য: রাজ্যপাল-শিক্ষামন্ত্রী বৈঠক

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পরবর্তী উপাচার্য কে হবেন, তা ঠিক করতে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলির পরিচালন বিধি নিয়ে নতুন অর্ডিন্যান্স জারি করা হবে পুজোর পরেই। আর তখনই যাবতীয় নিষেধাজ্ঞা উঠে যাবে।

Updated By: Oct 1, 2011, 01:51 PM IST

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পরবর্তী উপাচার্য কে হবেন, তা ঠিক করতে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলির পরিচালন বিধি নিয়ে নতুন অর্ডিন্যান্স জারি করা
হবে পুজোর পরেই। 
আর তখনই যাবতীয় নিষেধাজ্ঞা উঠে যাবে। আজ রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির বিষয় নিয়ে রাজ্যপালের সঙ্গে আলোচনার পর একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। একই সঙ্গে তিনি
জানিয়েছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ আরও ছ-মাস বাড়ানো হয়েছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরবর্তী উপাচার্যের নামও স্থির হয়ে হয়ে গিয়েছে বলে জানিয়েছেন
শিক্ষামন্ত্রী। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগপত্র এসে পৌঁছলেও এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি

.