শীতের শেষে সবজির দাম ঊর্দ্ধমুখী

ফের দাম বাড়ছে পেঁয়াজের। কেজি দরে পেঁয়াজের দাম এ সপ্তাহে বেড়ে দাঁড়িয়েছে পাঁচ থেকে ছয় টাকা। সেই সঙ্গে শীতের সবজির দামও ক্রমশ ঊর্ধমূখী। 

Updated By: Feb 6, 2013, 02:06 PM IST

ফের দাম বাড়ছে পেঁয়াজের। কেজি দরে পেঁয়াজের দাম এ সপ্তাহে বেড়ে দাঁড়িয়েছে পাঁচ থেকে ছয় টাকা। সেই সঙ্গে শীতের সবজির দামও ক্রমশ ঊর্ধমূখী। 
শীত কমতে না কমতেই মধ্যবিত্তের কপালে বিন্দু বিন্দু ঘাম। তবে আবহাওয়া নয়, চিন্তার কারণ সবজির ঊর্ধমুখী দাম। জ্যোতি আলু থেকে পটল, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে অনেকটাই বেড়েছে দাম। তবে সবাইকে ছাপিয়ে গিয়েছে পেঁয়াজ।
গত সপ্তাহেই ২৫ থেকে ২৮ টাকা কিলো দরে বিকিয়েছে পেঁয়াজ। চলতি সপ্তাহে সেই দামই এক লাফে বেড়ে গিয়েছে ৫ থেকে ৬ টাকা। কিন্তু হঠাত্‍ কেন অগ্নিমূল্য পেঁয়াজ?
একবার চোখ বোলানো যাক বাজারদরে।  
জ্যোতি আলু-১০ থেকে ১২ টাকা। কেজি প্রতি বেড়েছে ২ থেকে ৩ টাকা।
চন্দ্রমূখী আলু-১২ থেকে ১৪ টাকা।
পেঁয়াজ-৩০ থেকে ৩২ টাকা। কেজি প্রতি ৫ থেকে ৮ টাকা বেড়়েছে।
কাঁচালঙ্কা-৬০ থেকে ৭০ টাকা। গত সপ্তাহের তূলনায় দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।
কেজি প্রতি পটলের দাম তিন টাকা বেড়ে দাঁড়িয়েছে পনেরো টাকা।
কড়াইশুঁটি কিনতে এসপ্তাহে খরচ করতে হবে ১৫ থেকে ১৮ টাকা। 
বাড়তে থাকা এই সবজির দামে কবে লাগাম পড়বে আপাতত তারই অপেক্ষায় মধ্যবিত্ত।
 

.