দিল্লির সঙ্গে আজও প্রতিবাদে সামিল কলকাতা

দিল্লির ধর্ষণকাণ্ডে প্রতিবাদে মুখর কলকাতাও। আজও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল হয় মহানগরে। কোনও রাজনৈতিক দলের ডাকে নয়, কলকাতায় প্রতিবাদ মিছিল হল স্বতঃপ্রণোদিত । স্কুল কলেজ পড়ুয়াদের সঙ্গে কোথাও মিছিলে হাটলেন গৃহবধূরা, কোথাও আইটি অফিসের মহিলা কর্মীরা।

Updated By: Dec 23, 2012, 10:09 PM IST

দিল্লির ধর্ষণকাণ্ডে প্রতিবাদে মুখর কলকাতাও। আজও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল হয় মহানগরে। কোনও রাজনৈতিক দলের ডাকে নয়, কলকাতায় প্রতিবাদ মিছিল হল স্বতঃপ্রণোদিত । স্কুল কলেজ পড়ুয়াদের সঙ্গে কোথাও মিছিলে হাটলেন গৃহবধূরা, কোথাও আইটি অফিসের মহিলা কর্মীরা।
দিল্লির মতো বিক্ষোভে উত্তাল না হলেও কলকাতাতেও আজ বের হয় প্রতিবাদ মিছিল। আমরা কি নিরাপদ? প্রতিবাদী মিছিলে জিজ্ঞাসা কলকাতার।  মোমবাতি নিয়ে পথে হাঁটেন তরুণ তরুণীরা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তর কলকাতার জোড়াবাগান এলাকা থেকে শুরু হওয়া মোমবাতি মিছিল শেষ হয় বি কে পাল আ্যাভিনিউয়ে।
প্রতিবাদের আরেকটি মিছিল বের হয় বাঙ্গুর থেকে। মিছিলে বাঙ্গুরের স্থানীয় বাসিন্দারা যেমন অংশ নিয়েছেন, তেমনই আই টি সেক্টরে কর্মরত ভিন রাজ্যের বাসিন্দারাও ছিলেন মিছিলে। মিছিল শেষ হয় সল্টলেকের সিটি সেন্টারে।
 

.