বৈশাখের কুমোরটুলিতে ঠাকুর রবীন্দ্রনাথ

জোড়াসাঁকোর পাশেই কুমোরটুলি। বছরভর মৃত্‍-শিল্পীরা গড়েন প্রতিমা। তবে পঁচিশে বৈশাখের আগে কুমোরটুলি জুড়ে শুধুই থাকেন রবীন্দ্রনাথ। পঁচিশে বৈশাখের আগে রীতিমতো ব্যস্ত থাকতে হয় কুমোরটুলির প্রতিমাশিল্পীদের।

Updated By: May 8, 2013, 11:09 PM IST

জোড়াসাঁকোর পাশেই কুমোরটুলি। বছরভর মৃত্‍-শিল্পীরা গড়েন প্রতিমা। তবে পঁচিশে বৈশাখের আগে কুমোরটুলি জুড়ে শুধুই থাকেন রবীন্দ্রনাথ। পঁচিশে বৈশাখের আগে রীতিমতো ব্যস্ত থাকতে হয় কুমোরটুলির প্রতিমাশিল্পীদের।
২৪ বৈশাখ বিকেলে অমল পালের কুমোরটুলির কারখানায় পড়ে রয়েছেন একটি মাত্র রবি। বাদবাকিরা সব রওনা দিয়েছেন বরাত মত। একদিনে নয় নয় আটটা রবি ঠাকুরের মূর্তি বানিয়ে ফেলেছেন তিনি। আরেক মৃত্‍‍শিল্পি প্রশান্ত পাল দুর্গা গড়েন। গড়েন মূর্তিও। তিনি জানালেন বৈশাখের কুমোরটুলিতে ঠাকুর কিন্তু রবীন্দ্রনাথ।
 

.