মুখ্যমন্ত্রী মহাকরণ ছাড়ার ১৬ মাস পর লাল বাড়ির সংস্কারের কাজ শুরু

মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণ ছাড়ার দীর্ঘ ১৬ মাস পর ঐতিহাসিক লাল বাড়ি সংস্কারের কাজ শুরু হল। মহাকরণের দোতলায় মুখ্যমন্ত্রীর ঘরের সামনে বিদ্যুতের লাইন সারানো হচ্ছে। স্বাধীনতার পর মহাকরণের ভিতর তৈরি হওয়া বিভিন্ন পরিকাঠামো ভেঙে ফেলার কাজে হাত লাগিয়েছে পূর্ত দফতর।

Updated By: Feb 8, 2015, 03:03 PM IST

ওয়েব ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণ ছাড়ার দীর্ঘ ১৬ মাস পর ঐতিহাসিক লাল বাড়ি সংস্কারের কাজ শুরু হল। মহাকরণের দোতলায় মুখ্যমন্ত্রীর ঘরের সামনে বিদ্যুতের লাইন সারানো হচ্ছে। স্বাধীনতার পর মহাকরণের ভিতর তৈরি হওয়া বিভিন্ন পরিকাঠামো ভেঙে ফেলার কাজে হাত লাগিয়েছে পূর্ত দফতর।

২০১৩ সালের অগস্টে মহাকরণ সংস্কারের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। অক্টোবরের গোড়াতেই তিনি মহাকরণ ছেড়ে চলে যান নবান্নে।

এরপর কেটে গেছে প্রায় ১৬ মাস। মহাকরণের ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি রেখে সংস্কারের রূপরেখা তৈরির দায়িত্ব দেওয়া হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের। হাতে-কলমে কাজ করার ভার পড়ে পূর্ত দফতরের কাঁধে। কিন্তু, সংস্কারের কাজ একচুলও এগোয়নি। 

.